স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় (১৬টি সেরা উপায়)

5/5 - (2 votes)

স্টুডেন্ট অবস্থায় পড়ালেখার পাশাপাশি হাত খরচ চালানোর জন্য কোন না কোন আয়ের পথ বেছে নেওয়া জরুরি। এতে করে পড়ালেখা শেষ করে চাকরি খুঁজে পেতে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সমস্যা হয় না। আপনি যেহেতু স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় সম্বন্ধিত পোস্ট পড়তে এসেছেন। তাই আমরা ধরে নিচ্ছি, আপনি ছাত্র অবস্থায় ইনকাম করতে ইচ্ছুক।

পড়াশোনা চলাকালীন অবস্থায় ফুল টাইম জব করা যায় না, এতে করে পড়ালেখার ভীষণ ক্ষতি হয়। স্টুডেন্ট অবস্থায় হাত খরচা চালানোর জন্য পার্ট টাইম জব ই বেস্ট সলিউশন হতে পারে। তাইতো আজকের আর্টিকেলে আমরা স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় সম্পর্কিত পোস্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ছাত্রাবস্থায় আয়ের উপায় গুলো নিচে তুলে ধরা হলো:

Table of Contents

১)ভিডিও করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

ভিডিও করে টাকা ইনকাম করার জন্য আপনার হাতে থাকে স্মার্ট ফোন বা একটি কম্পিউটারের প্রয়োজন। প্রথমে FanFare অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে এবং আপনার ফেসবুক বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তা রেজিস্ট্রেশন করে নিতে হবে। বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত ছোট ভিডিও এখানে নিজের মতো এডিট করে আপলোড করতে হবে। আপলোডের পর আপনার ভিডিও তারা রিভিউ করার পর যদি ভালো লাগে তাহলে পয়েন্ট যোগ করবে। এবং আপনি সেই পয়েন্ট ব্যবহার করে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় গুলোর মধ্যে এটি অন্যতম।

ভিডিও এডিটিং করে আয় করতে চাইলে এই আর্টিকেলটি পড়ুন: ভিডিও এডিটিং করে আয় করার উপায়

২)ফটোগ্রাফি করে টাকা ইনকাম 

ফটোগ্রাফি করে টাকা ইনকাম করার জন্য Shutterstock Contributor, Freepik ইত্যাদি অ্যাপস খুব কার্যকরী। অ্যাপসগুলোতে এখন হাতে তোলা ছবির পাশাপাশি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে ছবি জেনারেট করে আপলোড করতে পারবেন। আপনার ছবি যার ভালো লাগবে সে ডাউনলোড করলেই আপনার একাউন্টে ইউরো যোগ হবে। আপনার অ্যাকাউন্টটি থেকে যখন পর্যাপ্ত পরিমাণ ছবি ডাউনলোড হবে তখন আপনি ২০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন।

৩)ট্রেডিং করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে টাকা ইনকাম করা সম্ভব। Forex Trading একটি বড় ফ্রিল্যান্সার মার্কেট, যেখানে প্রতিদিন হাজার কোটি টাকা লেনদেন করা হয়। এখান থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে একটি বিশ্বস্ততার অ্যাকাউন্ট করতে হবে। সেখান থেকে খুব সহজে কেনাবেচা করে অর্থাৎ ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে ফরেক্স করা সম্ভব। ফরেক্স ট্রেডিং এর সুবিধা গুলো হল: 

  • যাদের মূলধন কম তাদের জন্য লেভারেজ দিয়ে থাকে। 
  • সমুদ্র এক্সচেঞ্জ রেট জানাতে সাহায্য করে।
  • একই প্লাটফর্মে আমরা ট্রেডে এনালাইসিস এবং ট্রেডিং এর সুযোগ পেয়ে থাকি।

৪) রাইড শেয়ারিং করে টাকা ইনকাম 

যদি গাড়ি বা বাইক চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে পাঠাও, উবার এর মত কোম্পানিগুলোর হাত ধরে রাইড শেয়ারিং করে টাকা ইনকাম করা সম্ভব। আপনার যদি নিজের একটি মোটরসাইকেল থাকে তাহলে তার মাধ্যমে একজন প্যাসেঞ্জারকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে অর্থ ইনকাম করা সম্ভব। যেকোনো পার্টটাইম জব এর থেকে রাইড শেয়ারিং বেশ ভালো একটি আইডিয়া, কারণ এখানে প্রতিদিন ১৫০০ থেকে ৩ হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায়।

৫) টিউশন করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

ছাত্র অবস্থায় কমবেশিটিউশন করে না এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। টিউশন করে টাকা ইনকাম সহজ হলেও টিউশন খুঁজে পাওয়া এখন বেশ কঠিন। এজন্য বেশ কয়েকটি অনলাইন টিউশন প্লাটফর্ম ছাত্রদেরকে টিউশন খুঁজে দেওয়ার ব্যবস্থা করছে। এর মধ্যে অন্যতম টিউশন প্লাটফর্ম গুলোর নাম হল: বিডি টিউটর, হোম টিউটর জবস, কেয়ার টিউটর, ঢাকা টিউটর, বিডি টিউটর ইত্যাদি। এই টিউশন প্লাটফর্ম গুলোর সাথে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আপনিও খুঁজে নিতে পারেন আপনার পছন্দের টিউশন।

তবে এখন একাধিক ফ্রড টিউশন গ্রুপ রয়েছে সেগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন। ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি টিউশন করলে তা পরবর্তীতে চাকরির জন্য বেশ সহজ হয়। স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় গুলোর মধ্যে এটি সবচেয়ে সেরা উপায়। 

আরো পড়ুন: শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার

৬) ছোটখাটো ব্যবসা করে টাকা ইনকাম 

ছাত্র অবস্থায় মোটামুটি কম সময় দিয়েই ভালোটাকে ইনকাম করা যায় এমন প্রচুর ব্যবসায়ের খাত রয়েছে। আমরা নিচে কয়েকটি ছোটখাটো ব্যবসা আর কথা তুলে ধরবো, যা আপনি আপনার সময় এবং সম্পদের মধ্যে সামঞ্জস্য রেখে শুরু করতে পারেন: 

  • পণ্য বা সেবা বিক্রয়: আপনি যে কাজে দক্ষ বা যা করতে ভালো লাগে সে কাজটি করে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। 
  • কনসাল্টিং সার্ভিস: কোন একটি নির্দিষ্ট বিষয় যদি আপনার পরিপক্ক জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞানকে পুঁজি করে একটি ছোট অফিস প্রতিষ্ঠা করে সেখানে বসে কনসাল্টিং সার্ভিস এর মাধ্যমে অর্থ ইনকাম করতে পারেন। 
  • ওয়ার্কশপ: কোন একটি নির্দিষ্ট বিষয়ে পাকাপাকি দক্ষতা থাকলে এবং হাতে কিছুটা পুঁজি থাকলে কোর্স বা ওয়ার্কশপ এর আয়োজন করলে আপনি সেখান থেকে একটি ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন।
  • ফুড ডেলিভারি সার্ভিস: ঘরে তৈরি খাবার বিক্রি করে এখন অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন। ঘরে তৈরি করা খাবার ছাড়াও ফুড ডেলিভারি সার্ভিস প্রদান করা সম্ভব। ফুড ডেলিভারি সার্ভিসের মাধ্যমেও মাস শেষে একটা ভালো এমাউন্ট আসে। 
  • ট্যুর ট্রিপ প্লান: দুই থেকে তিনজন বন্ধু নিয়ে একটা ট্যুর ট্রিপ কোম্পানি শুরু করতে পারেন যেখানে সাশ্রয় মূল্যের জনগণকে ট্যুর ট্রিপ এর প্রতি আকৃষ্ট করাতে পারেন। তাদের গাইড হিসেবে কাজ করলে এখান থেকে ইনকাম করা সম্ভব আবার নিজের ঘোরাফেরা ও হয়ে যায়।

আরো পড়ুন: ২০টি অনলাইন ব্যবসার আইডিয়া

৭) বাইক মেসেঞ্জারিং করে টাকা ইনকাম 

বাইক মেসেঞ্জার রিং হল এক স্থান থেকে অন্য স্থানে মোটরসাইকেল চালিয়ে পণ্য পৌঁছে দেওয়া। কুরিয়ার সার্ভিস সরকারি ছুটিগুলোতে বন্ধ থাকে এবং তাছাড়া ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়। তাই অনেকের পণ্য পাঠানোর জন্য বাইক মেসেঞ্জারিং সার্ভিস টি‌ পছন্দ করছেন। দ্রুত এবং নিরাপদে পণ্য ডেলিভারি দেওয়ার মাধ্যমে পড়তে ডেলিভারিতে আপনি ৬০-২০০ টাকা ইনকাম করতে পারেন। মোটরসাইকেল না থাকলে বাইসাইকেল এর মাধ্যমে কাজটি করা যেতে পারে।

৮) ব্লগিং করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

ব্লগিং করে আজীবন টাকা ইনকাম করা সম্ভব। ওয়েব ডায়েরি এর জন্য বিভিন্ন রকমের আর্টিকেল লিখে প্রতিনিয়ত টাকা ইনকাম করা সম্ভব। ব্লগ তৈরি করার জন্য তেমন কোন অর্থের প্রয়োজন হয় না। যেকোনো একটি বিষয় আপনার নিজ থেকে সিলেক্ট করে দুই থেকে তিন মাস নিয়মিত টিউন লিখলে সেখান থেকেই অর্থ হাতের কাছে চলে আসে।

ব্লগার ডট কম এ এখন লক্ষ লক্ষ মানুষ কাজ করছে। আপনিও তাদের সাথে যোগ দিয়ে ইনকাম শুরু করলে আপনাকেও হয়তো আর পিছনে ফিরে তাকাতে হবে না। স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় গুলোর মধ্যে এটি অন্যতম।

৯) পার্ট টাইম জব করে ইনকাম 

বিভিন্ন সেলস কোম্পানি, কল সেন্টার এবং অন্যান্য প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি এর পার্ট টাইম জব করে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। কল সেন্টারের জব এখন শিক্ষার্থীদের অনেক পছন্দ কারণ এখানে কোন ধারণা নিয়ম থাকে না। আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় বের করে গ্রাহকদের কাঙ্খিত সার্ভিস প্রদান করতে পারলে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন। বিভিন্ন সেলস প্রতিষ্ঠানে দিনে মাত্র ছয় ঘন্টা সময় দিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা ইনকাম করা সম্ভব।

১০) ইভেন্ট ম্যানেজমেন্ট করে টাকা ইনকাম 

অন্যান্য দেশের মত বাংলাদেশ ও বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্ট বেশ জনপ্রিয়। আবার আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে ব্রান্ড প্রমোশন বেজনিষ্ঠভাবে জড়িত। নিজের ভেতরে থাকা আত্মবিশ্বাস এবং দূরদর্শিতা কে পুঁজি করে ইভেন্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।

১১) ইউটিউবিং করে টাকা ইনকাম

ইউটিউবিং করে আমাদের দেশে এখন লক্ষ লক্ষ মানুষ টাকা ইনকাম করছে। এখানে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে পছন্দ অনুযায়ী কনটেন্ট তৈরি করে অর্থাৎ ভিডিও বানিয়ে পাবলিশ করতে হবে। ধীরে ধীরে তখন চ্যানেলের ভিউ এবং রিচ বাড়বে তখন আপনি এডসেন্স পাবেন এবং সেখান থেকেই প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন।

১২) ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত রয়েছে হাজার হাজার তরুণ। এখানে হাজার রকমের কাজ রয়েছে এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি কাজ সিলেক্ট করে তার উপর একটি ছোটখাটো প্রশিক্ষণ নিতে হবে। এখানে কাজ করলে দেশি-বিদেশে হাজারো ক্লায়েন্ট এর সাথে আপনি পরিচিত হবার সুযোগ পাবেন।

তবে এই সেক্টরে নির্দিষ্ট কোন বেতনের ব্যবস্থা নেই। আপনার কাজের উপর ভিত্তি করে এবং ক্লায়েন্টের উপর ভিত্তি করে মাসিক ইনকাম নির্ধারিত হয়। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউবিং সবই ফ্রিল্যান্সিং এর অন্তর্গত।

আরো পড়ুন: আউটসোর্সিং শেখার উপায়

১৩) ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট এর মাধ্যমে টাকা ইনকাম 

ওয়েব সাইট ডিজাইন এর কাজ ইউটিউব থেকে শেখা সম্ভব। youtube থেকে ওয়েবসাইট ডিজাইন এর কাজ শিখে নিজেই একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে নিজে নিজেই কনটেন্ট আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারেন। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত রয়েছে বর্তমানে প্রচুর পরিমাণে তরুণ ছাত্রছাত্রীরা। তবে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে সেখান থেকে ইনকাম করাটা কিছুটা সময় সাপেক্ষ। তাই আপনি হাতে ছয় মাস সময় নিয়ে ওয়েবসাইট তৈরি করে কন্টেন্ট আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

আরো পড়ুন: ওয়েবসাইট কাকে বলে

১৪) রেস্টুরেন্টে কাজ করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

পার্ট টাইম রেস্টুরেন্টে চাকরি করে মাসে অন্তত সাত থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব। রেস্টুরেন্টের পার্ট টাইম জবে পরিশ্রম খুবই কম। শুধুমাত্র রেস্টুরেন্টে আসা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার এবং তাদের খাবার পরিবেশন এর মাধ্যমে ই মাসে ইনকাম করে নিতে পারেন কমপক্ষে ১০ হাজার টাকা। স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় গুলোর মধ্যে এটি হতে পারে একটি ভালো মাধম।

১৫) এসইও এর কাজ করে টাকা ইনকাম 

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায়

ওয়েবসাইট হোক বা youtube, এসিও শিখে একজন এসিঝ এক্সপার্ট হতে পারলেই মাসে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। এসিও এক্সপার্টদের তাদের কাজের পেছনে ২৪ ঘন্টা সময় দেওয়া লাগে না। দিনে ছয় থেকে সাত ঘন্টা সময় ব্যয় করেই মাসে ১৫০০০ টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব এসইও এর মাধ্যমে।

১৬) সেলসম্যান অথবা ডেলিভারি ম্যান এর কাজ করে টাকা ইনকাম

অনলাইনে মানুষ যেসব পণ্য অর্ডার করে সেসব পণ্য মানুষের হাতে পৌঁছে দিয়ে প্রত্যেক ডেলিভারি প্রতি ৬০ থেকে ১২০ টাকা ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে শুধুমাত্র শর্ত হল নিরাপদে পণ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে হবে। আপনি আপনার সময় অনুযায়ী প্রতিদিন কতগুলো পণ্য ডেলিভারি দিবেন তা নির্ধারণ করতে পারবেন। এখানে আপনি প্রতিদিন ৫০০ থেকে ১৫ ০০ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন।

টাকা ইনকাম করার অ্যাপ ২০২৪

টাকা ইনকাম করার কয়েকটি অ্যাপস এর নাম নিচে তুলে ধরা হলো:

  • Paidwork,
  • Daily Taka
  • Telegram app 
  • Taka income 
  • Meesho App.

এই অ্যাপ গুলো ব্যবহার করে মাসে থেকে টাকা ইনকাম সম্ভব। তবে অ্যাপ গুলো সম্পর্কে আগে থেকেই মোটামুটি একটা বিস্তারিত ধারণা নিয়ে তারপর লগইন করার চেষ্টা করুন।

📌 আরো পড়ুন 👇

স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় সম্পর্কে আমাদের মতামত

প্রিয় ছাত্র-ছাত্রীরা, ছাত্র অবস্থায় আয়ের উৎস নির্ধারণ করা খুব দরকারী হয়ে ওঠে। তোমরা যাতে স্টুডেন্ট অবস্থায় নিজের হাত খরচ নিচে চালাতে পারো তার জন্যই আমরা আজকের আর্টিকেলে স্টুডেন্ট অবস্থায় আয়ের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজের ক্যারিয়ার এর জন্য উপরের যেকোন একটি পার্ট টাইম চাকরি পছন্দ করে নিতে পারো। এবং তোমাদের সহপাঠীদের কাছে আমাদের আর্টিকেলটি শেয়ার করতে পারো।

এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

Sharing Is Caring

Leave a Comment