গল্প লিখতে ভালোবাসেন? গল্প লিখে টাকা আয় করার কথা ভেবেছেন কখনও? আপনার যদি গল্প লেখার ইচ্ছে কিংবা অভ্যাস থাকে, তাহলে গল্প লিখে টাকা আয় করতে পারবেন। কীভাবে গল্প লিখে টাকা ইনকাম করা যায় এ বিষয়টি নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
বাংলা কিংবা ইংরেজি ব্লগ কন্টেন্ট, ইনফো কন্টেন্ট এবং স্ক্রিপ্ট লিখে যেমন অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, ঠিক তেমনি গল্প লিখেও টাকা আয় করা যায়। বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষাতেই গল্প লিখে টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছে থাকে এবং গল্প লিখতে পারেন, তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই।
অনলাইন থেকে গল্প লিখে টাকা আয় করতে চাইলে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
গল্প লিখে টাকা আয় করার উপায়
অনেকেই গল্প লিখতে ভালোবাসেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে আপনাদের গল্প প্রকাশ করে থাকেন। সময় ব্যয় করে গল্প লেখার বিনিময়ে কয়েকটি লাইক, কমেন্ট ছাড়া বিনিময়ে আর কিছু মেলেনা। কিন্তু, আপনি কি আগে জানতেন যে, গল্প লিখেও টাকা ইনকাম করতে পারবেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আপনার লেখা গল্প বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।
গল্প লিখে অনলাইন থেকে টাকা ইনকাম করা এবং গল্প লিখে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে টাকা আয় করার বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, প্রথমেই গল্প লিখে টাকা আয় করার পদ্ধতিগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
গল্প লিখে টাকা আয় করার পদ্ধতি
গল্প লিখে টাকা আয় করার কয়েকটি পদ্ধতি আছে। আপনি যদি গল্প লিখতে পারেন, তাহলে নিচে উল্লেখ করে দেয়া পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে গল্প লিখে টাকা ইনকাম করতে পারবেন।
- অন্য ওয়েবসাইটে গল্প লিখে আয়
- ওয়েবসাইট তৈরি করে গল্প লিখে আয়
- গল্পের বই লিখে টাকা আয়
উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে যেকোনো ভাষায় যেকোনো ধরণের গল্প লিখে টাকা আয় করতে পারবেন আপনিও। গল্প লিখে এসব পদ্ধতি অবলম্বন করে কীভাবে টাকা আয় করা যায়, চলুন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
গল্প লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
গল্প লেখালেখি করে আয় করার অনেক ওয়েবসাইট রয়েছে আমাদের দেশে। ইংরেজি কিংবা বাংলা যে ভাষাতে গল্প লিখতে পারেন, সেই ভাষায় যেকোনো ধরনের গল্প লিখে আয় করতে পারবেন। বাংলা গল্প লিখতে পারলে নিচে উল্লেখ করে দেয়া ওয়েবসাইটের তালিকা থেকে যেকোনো একটি ওয়েবসাইটে কিংবা সবগুলো ওয়েবসাইটেই গল্প লেখালেখি করে প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে পেমেন্ট নিতে পারবেন।
গল্প লিখে টাকা আয় করার বাংলা ওয়েবসাইটসমূহ —
- ট্রিকবিডি
- টেকটিউনস
- গ্রাথোড়
- বাংলায় আইটি
- জে আইটি
- প্রতিবর্তন
উপরোক্ত ওয়েবসাইটগুলো ছাড়াও আমাদের বাংলাদেশের আরও অনেক সাইট রয়েছে যেগুলোতে আপনি বাংলায় গল্প লিখতে টাকা আয় করতে পারবেন। এসব ওয়েবসাইটে বাংলায় গল্প লিখতে, বাংলা ইনফো কন্টেন্ট লিখে, বাংলা ব্লগ আর্টিকেল লিখে টাকা ইনকাম করছে অনেকেই। গল্প লেখার ইচ্ছে থাকলে কিংবা গল্প লেখার অভ্যাস থাকলে এখন থেকে এসব সাইটে কাজ করে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও, কাজ করার পর প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে পেমেন্ট বিকাশ/নগদ/রকেট/উপায় যেকোনো মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও, টাকার পরিমাণ কম হলে তারা মোবাইল রিচার্জ করেও পেমেন্ট করে থাকে। তাই, বাংলায় গল্প লিখতে পারলে গল্প লেখালেখি করে এখন থেকে অনলাইনে আয় করতে পারবেন।
ট্রিকবিডি
ট্রিকবিডি একটি অনলাইন টেক এবং ট্রিক রিলেটেড ওয়েবসাইট। এখানে অনেকেই তাদের জানা জ্ঞান শেয়ার করতে আসে। আপনার যদি গল্প লেখার উপর দক্ষতা থাকে, তবে আপনি গল্প লেখালেখি করেও এখানে থেকে প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। আপনার লেখা গল্পের ধরণ, কোয়ালিটি এবং শব্দের উপর ভিত্তি করে তারা আপনাকে পেমেন্ট করবে।
ট্রিকবিডি ওয়েবসাইট পূর্বে মাসিক পেমেন্ট করে থাকলেও এখন তারা প্রতি সপ্তাহে বিকাশ/নগদ/রকেট/উপায় ইত্যাদি মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকে। তাই, আপনি যদি গল্প লেখালেখি করে টাকা ইনকাম করতে চান, তাহলে ট্রিকবিডি ওয়েবসাইটে লেখালেখি করতে পারেন। গল্প এবং কবিতা লিখে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তবে, লেখাটি আপনার নিজের হতে হবে এবং কোথাও থেকে কপি করা বা আগে প্রকাশ হওয়া যাবেনা।
টেকটিউনস
ট্রিকবিডি ওয়েবসাইটের মতো টেকটিউনসও একটি জনপ্রিয় টেক ব্লগ ওয়েবসাইট। এক দশক পূর্বে টেকটিউনস অনেক জনপ্রিয় ছিলো আমাদের দেশে। এখনও টেকটিউনস অনেক জনপ্রিয়। আপনার নিজের লেখা গল্প বা কবিতা প্রকাশ করার মাধ্যমে Techtunes থেকে টাকা আয় করতে পারবেন।
টেকটিউনস থেকেও বিকাশ/নগদ/রকেট/উপায় ইত্যাদি মাধ্যমে টাকা পেমেন্ট করা হয়ে থাকে। গল্প লিখে টাকা ইনকাম করার ইচ্ছে থাকলে টেকটিউনসে গল্প ও কবিতা লিখে বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
গ্রাথোড়
গ্রাথোড় একটি অনেক পুরাতন বাংলা ওয়েবসাইট। অনেক আগে থেকেই আমাদের দেশে অনেকেই এখানে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করে টাকা ইনকাম করে আসছে। আপনি যদি বাংলা গল্প ও কবিতা লেখালেখিতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন গ্রাথোড় ওয়েবসাইট থেকে।
বাংলা গল্প লিখে আয় করার আরও অনেক উপায় রয়েছে গ্রাথোড় থেকে। বন্ধুদের রেফার করার মাধ্যমেও গ্রাথোড় ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায়। নিজের লেখা গল্প ও কবিতা প্রকাশ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
উপরোক্ত ওয়েবসাইটগুলো ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি গল্প এবং কবিতা লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। তবে, লেখাগুলো আপনার নিজের হতে হবে এবং পূর্বে অন্য কোথাও প্রকাশ হওয়া যাবেনা। এছাড়া, গল্প বা কবিতা কপি করা যাবেনা অন্য কারও বা অন্য ওয়েবসাইট থেকে। তবেই, গল্প লিখে টাকা আয় করে বিকাশ পেমেন্ট নিতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করে গল্প লিখে আয়
একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন বিষয়ে ব্লগ আর্টিকেল লেখা ছাড়াও গল্প লিখেও টাকা আয় করা যায়। ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস দিয়ে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন নাম এবং হোস্টিং লাগবে। এছাড়াও, ব্লগারে শুধুমাত্র ডোমেইন নাম অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম ক্রয় করেও একটি ওয়েবসাইট শুরু করতে পারবেন।
একটি ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটে বিভিন্ন রকমের গল্প লিখে অ্যাড নেটওয়ার্ক থেকে আয় করতে পারবেন। অ্যাড নেটওয়ার্ক এর অ্যাড শো করিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং আরও অনেক উপায়ে টাকা আয় করতে পারবেন। একটি ওয়েবসাইট থেকে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায়। আপনি যদি ভালো মানের গল্প লিখতে পারেন, তাহলে প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার গল্প লেখা ওয়েবসাইটটি ইনডেক্স এবং র্যাঙ্ক করার মাধ্যমে প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন। এরপর, তাদেরকে অ্যাড দেখিয়ে টাকা আয় করতে পারবেন। গুগল অ্যাডসেন্স সহ বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক রয়েছে যারা ১০০ ডলার হলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সেন্ড করে। এছাড়াও, আরও অনেক অ্যাড নেটওয়ার্ক আছে যারা ৫ ডলার হলেও পেমেন্ট করে থাকে।
গল্পের বই লিখে টাকা আয়
যারা ভালো মানের গল্প লিখতে পারে, তারা অনেক সময় বই প্রকাশ করার মাধ্যমে টাকা উপার্জন করে থাকেন। আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন এবং গল্প অনেক ভালো লিখতে পারেন, তাহলে একটি গল্পের বই লেখার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। গল্পের বই লেখার পর তা যেকোনো একটি পাবলিকেশন এর সাথে যোগাযোগ করে প্রকাশ করতে পারবেন।
অতঃপর, বই বিক্রি হওয়ার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আমাদের দেশে প্রতি বছর বই মেলা হয়। বই মেলায় আপনার বই প্রকাশ করলে টাকা আয় করতে পারবেন। বই মেলায় বই প্রকাশ করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে বই বিক্রি করতে পারবেন এবং আপনার লেখা বই যদি ভালো হয়, তাহলে অল্প সময়ের মাঝেই পাঠকদের মাঝে সুপরিচিতি লাভ করতে পারবেন।
বিখ্যাত সব লেখক, বই লেখার মাধ্যমে তারা জনপ্রিয় হয়েছেন। বই লিখে যেমন টাকা আয় করা সম্ভব, ঠিক তেমনি লেখালেখিতে পারদর্শী হলে সম্মান অর্জন করা সম্ভব। আপনার মনের ভাষা বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারলে একজন প্রফেশনাল মানের লেখক হতে পারবেন। এভাবে করে একজন লেখক হিসেবে নিজের আত্মপ্রকাশ করতে পারবেন।
কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট
গল্প কবিতা লিখে আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এমন কয়েকটি ওয়েবসাইটের তালিকা ইতোমধ্যে শেয়ার করেছি। উপরোক্ত তালিকায় থাকা ওয়েবসাইটগুলোতে গল্প কিংবা কবিতা লিখে টাকা উপার্জন করতে পারবেন। তবে, আপনার নিজের মেধা দিয়ে লেখালেখি করতে হবে।
অন্য ওয়েবসাইট থেকে কিংবা অন্য কোনো ব্যক্তির লেখা কপি করে সেগুলো দিয়ে টাকা আয় করা সম্ভব না। আপনার যদি লেখালেখি করার ইচ্ছে এবং দক্ষতা থাকে, তবেই টাকা আয় করতে পারবেন। বিভিন্ন প্রকার রোমান্টিক গল্প, ভুতের গল্প, ইসলামিক গল্প সহ যেকোনো প্রকার গল্প লিখে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও, কবিতা লেখার দক্ষতা থাকলে কবিতা লিখেও টাকা আয় করতে পারবেন। ওয়েবসাইটগুলোতে আপনার লেখা প্রকাশ হওয়ার পর বিকাশে পেমেন্ট দিয়ে দেয়া হবে। এছাড়াও, নগদ/রকেট/উপায় ইত্যাদি মাধ্যমেও লেখালেখি করে পেমেন্ট নিতে পারবেন।
তবে, শুধু অন্যের ওয়েবসাইট নয়, বরং নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে লেখালেখি করে আয় করতে পারবেন। অনেকেই একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ব্লগিং করার মাধ্যমে প্রতি মাসে অনেক ভালো পরিমাণ অর্থ উপার্জন করছেন। তাই, আপনি চাইলে একটি ওয়েবসাইট শুরু করে সেখানে গল্প/কবিতা লেখালেখি করে টাকা আয় করতে পারবেন।
বাংলা গল্প লিখে আয় করার উপায়
বাংলা গল্প লিখে আয় করার জন্য অনেক উপায় আছে। অন্যের ওয়েবসাইটে বাংলায় গল্প লেখার মাধ্যমে আয় করতে পারবেন অথবা নিজের একটি ওয়েবসাইট তৈরি করে গল্প লিখে আয় করতে পারবেন। এছাড়াও, গল্প লিখে বই প্রকাশ করার মাধ্যমেও আয় করতে পারবেন।
গল্প ভালো লিখতে পারলে যেকোনো উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। ইংরেজিতে গল্প লিখতে পারলে Wattpad, Amazon Kindle এর মতো ওয়েবসাইটে গল্প লিখে টাকা আয় করতে পারবেন। তবে, ইংরেজি না জানলে বাংলায় গল্প এবং কবিতা লিখেও টাকা ইনকাম করতে পারবেন। গল্প কবিতা লিখে আয় বিকাশে পেমেন্ট সম্পর্কে উপরে ইতোমধ্যে আলোচনা করেছি।
FAQ
গল্প লিখে কি আয় করা যায়?
হ্যাঁ, ভালো মানের গল্প লিখে টাকা আয় করা যায়। ভালোবাসার গল্প, ভূতের গল্প, ইসলামিক গল্প, শিক্ষণীয় গল্প সহ যেকোনো ধরণের গল্প লিখে অনলাইনে টাকা ইনকাম করা যায়।
বই লিখে কত টাকা আয় করা যায়?
বই লিখে কত টাকা আয় করা যায় তা নির্ভর করবে আপনার বইটি কতজন ক্রয় করেছে। একটি বই অনেকদিন যাবত বিক্রি হয়। তাই, আপনার বইটি যতবার বিক্রি হবে, প্রকাশক এর কাছে থেকে সে পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন।
বই লিখে কি জীবিকা নির্বাহ করা যায়?
শুধুমাত্র বই লিখে জীবিকা নির্বাহ করা একটু কঠিন হয়ে যাবে। অন্য পেশায় থাকা অবস্থায় শখের বসে বই লিখতে পারেন। বই লিখে একবার জনপ্রিয় হলে এরপর শুধু বই লিখে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন যা দিয়ে আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন।
গল্প কিভাবে টাকা পাওয়া যায়?
গল্প লিখে বিকাশ/নগদ/রকেট কিংবা ব্যাংকে টাকা নিতে পারবেন। গল্প লেখার পর তা বিক্রি করার মাধ্যমে কিংবা নিজের ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে অথবা বই লেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে আমাদের মতামত
আজকের এই ব্লগে আপনাদের সাথে গল্প লিখে টাকা আয় করে বিকাশ পেমেন্ট নেয়ার ব্যাপারে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে কীভাবে বাংলা গল্প লিখে টাকা আয় করতে হয় এবং গল্প লিখে টাকা আয় করে পেমেন্ট নিতে হয় এসব বিষয় শেয়ার করেছি। গল্প লেখার ইচ্ছে এবং দক্ষতা থাকলে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
কবিতা ও গল্প লিখে আয় করার উপায় সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ