অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় (১০ টি উপায়)

5/5 - (1 vote)

ব্যবসায় সফল হতে কে না চায়? তবে বর্তমানে অনলাইনে ব্যবসা করার প্রবণতা বাড়ছে। অনেকেই এখন ঘরে বসেই অনলাইনে ব্যবসা শুরু করতে চায়, কিন্তু কয়জন সফল হতে পারে? আজকের আর্টিকেলে আমরা আপনাদের জন্য অনলাইন ব্যবসায় সফল হওয়ার কিছু সহজ গাইডলাইন নিয়ে আলোচনা করব। এই গাইডলাইনগুলো অনুসরণ করলে, ইনশাল্লাহ আপনি ব্যবসায় সফল হতে পারবেন।

ই-কমার্স ব্যবসার সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশে প্রায় লক্ষাধিক নিবন্ধিত ও অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। অনলাইনে ব্যবসার কথা আসে, ই-কমার্স এর নাম সবার আগে আসে। কারণ এটি এখন অনলাইনে সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় ব্যবসা।

পণ্যের ধরন যাই হোক না কেন, সব কিছু এখন ই-কমার্সে বিক্রি হচ্ছে। করোনাকালীন সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো জনপ্রিয়তা পায় এবং মানুষের মধ্যে আস্থা তৈরি হতে থাকে।

বাংলাদেশে ই-কমার্স ব্যবসা শুরু করার সম্ভাবনা এখনো অনেক বেশি। কারণ এখানে এখনও বড় আকারের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। আপনি যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান এবং সফল হতে চান, তবে এই আর্টিকেলটি পড়া শেষ না করে চলে যাবেন না।

অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায়

অনলাইন ব্যবসায় প্রতিনিয়ত অনেক মানুষ অনেক টাকা ইনভেস্ট করে তবে পর্যাপ্ত পরিমানে জ্ঞান না থাকার কারনে এখান থেকে সফল হতে পারে না। অনলাইনে ব্যবসায় সফল হওয়ার জন্য আপনাকে ভালো ভাবে সব নিয়ম কানুন ভালোভাবে বুঝে সেটা অনুযায়ী কাজ করতে হবে। নিম্নে ১০টি অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় দেয়া হলো:

১. নিশ বাছাই করে নিন

নিশ বাছাই করে নিন

অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক নিজ বাছাই করা। তাই অনলাইন ব্যবসা শুরু করার পূর্বেই আপনাকে পন্যের নিশ বাছাই করে নিতে হবে। আপনি কি ধরণের পন্য বিক্রি করবেন। পন্য গুলো কে কিভাবে আপনি কালেক্ট করবেন। আপনার পন্য কতদিন পর্যন্ত স্টক করে রাখতে পারবেন। কতদিনের মধ্যে আপনাকে পন্য গুলো বিক্রি করতে হবে। কি পরিমান টাকা প্রফিট থাকবে। কোন পন্য গুলোর প্রতি মানুষের আগ্রহ অনলাইনে বেশি আছে ইত্যাদি বিষয় গুলো কে একত্র করে আপনাকে একটি ক্যাটাগেরি পছন্দ করে নিতে হবে। 

আরো পড়ুন: ১৫টি জনপ্রিয় ব্লগিং নিশ আইডিয়া

২. ব্যবসার পরিকল্পনা করুন

ব্যবসা প্রতিষ্ঠান কে সফল করার জন্য পর্যাপ্ত পরিমান পরিকল্পনা প্রয়োজন হবে। অনলাইনে প্রচুর পরিমানে কম্পিটিটর থাকবে। তাদের চেয়ে বেশি বিক্রি করতে চাইলে আপনাকে অবশ্যই বিভিন্ন ভাবে মার্কেটিং করতে হবে।

আপনার পন্য যে ধরণের হোক না কেন এমন কিছু পন্য দিতে পারেন যা কোনো ই কমার্স প্রতিষ্ঠানে নেই। ব্যবসার সঠিক পরিকল্পনা করতে পারলে ব্যবসা থেকে দ্রুত সময়ের মধ্যে সফল হওয়া সম্ভব। অনলাইনে ব্যবসার আইডিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে নিম্নের আর্টিকেলটি পড়তে পারেন 👇

আরো পড়ুন: ২০টি অনলাইন ব্যবসার আইডিয়া

৩. সুন্দর সহজ নাম নির্বাচন

ব্যবসা শুরু করার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের নাম অনেক গুরুত্ব বহন করে। নাম খুব সহজ রাখার চেষ্টা করুন এর ফলে মানুষ আপনার প্রতিষ্ঠানের নাম টি সহজেই মনে রাখতে পারবে। নাম বাছাই করার পূর্বে দেখে নিবেন যেন একই নামে ফেসবুক পেজ ও ডোমেইন ক্রয় করা না থাকে। অনেক সময় দেখা যায় ব্যবসার জন্য নাম ও লোগো উন্মোচন হয়ে যাওয়ার পর উক্ত নামের উপরে ডোমেইন পাওয়া যায় না, তখন আবার নতুন করে নাম বাছাই করে নিতে হবে। 

কিভাবে নতুন ব্যবসার নাম হয় এবং দোকানের নামের তালিকা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন: ৫০+ দোকানের নামের তালিকা

৪. ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন

ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন

অনলাইনে অনেকেই শুধু মাত্র একটি ফেসবুক পেজ তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আপনার কাছে যদি ভালো পরিমান বাজেট থাকে তবে কিছু টাকা ইনভেস্ট করে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্যের সেল অনেক বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে আপনি আপনার টার্গেট করা কাস্টমার কে আপনার পন্য গুলো দেখাতে পারবেন।

ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। সাইট যত বেশি দ্রুত সময়ের মধ্যে লোড হবে ইউজার ততো বেসি খুসি হবে। তাই অযাচিত ডিজাইন দিয়ে সাইট ভারি করার চেয়ে মোবাইল ফ্রেন্ডলি সিম্পল ডিজাইনে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন।

ওয়েবসাইট তৈরি হয়ে গেলে সেখানে আপনার বিক্রি করা পন্য গুলো কে তালিকা করে দিন। তালিকার মধ্যে পন্যের দাম, বিবরণ, অর্ডার করার মাধ্যম ইত্যাদি যুক্ত করুন। অনলাইন ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে ই-কমার্স ওয়েবসাইটে সাবডোমেইন তৈরি করে সেখানে পন্য অনুযায়ী বিভিন্ন ব্লগ লেখা প্রকাশ করুন। এতে একদিকে যেমন টার্গেটেড কাস্টমার পাবেন অন্যদিকে আপনাকে বিজ্ঞাপন এর জন্য খরচ বহন করতে হবে না।

৫. সোশ্যাল মিডিয়া পেজ করুন

ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং বাড়াতে সোশ্যাল মিডিয়া তে পেজ ও গ্রুপ তৈরি করে নিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া তে অনেক বেশি সময় ব্যায় করে। অনেকেই শুধু মাত্র ফেসবুক পেজ থেকে অনলাইনে ব্যবসা করে। শুধু মাত্র ফেসবুক নয় বরং এক্স, ইন্সটাগ্রাম ইত্যাদি সকল সোশ্যাল মিডিয়া তে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে পেজ করে দিন ও বিভিন্ন অফার পোস্ট করুন নিয়মিত। 

ফেসবুকে ব্যবসা করার আইডিয়া সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন: ফেসবুকে অনলাইন ব্যবসা করার নিয়ম ও আইডিয়া

৬. ডিজিটাল মার্কেটিং করুন

ডিজিটাল মার্কেটিং করুন

অনলাইন ব্যবসায় সফল হওয়ার জন্য প্রধান একটি উপায় হলো আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। আপনি ব্যবসা শুরু করার পরেই অনেক কাস্টমার পাবেন না তাই আপনাকে নিজে থেকে ডিজিটাল মার্কেটিং করতে হবে অথবা বিভিন্ন পেইড সার্ভিসের মাধ্যমে মার্কেটিং করিয়ে নিতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ধরণ আছে যেমন – এস ই ও, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ফ্রি তে কাস্টমার কে টার্গেট করা যায়। আবার পেইড সার্ভিস যেমন – ফেসবুক বুস্টিং, গুগল এডস ইত্যাদি এর মাধ্যমে টাকার বিনিময়ে আপনার ব্যবসার বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন যেহেতু কাস্টমার বাড়িয়ে দিতে সক্ষম সেহেতু মার্কেটিং এর প্রতি আপনাকে বেশ ভালো ভাবে নজর দিতে হবে।

৭. ট্রেন্ডস ফলো করুন

অনলাইন ব্যবসার ধারা দিন দিন পরিবর্তন হতে থাকে। বিভিন্ন সময়ে মানুষের মধ্যে একেক ধরণের ট্রেন্ড থাকে। আপনাকে ট্রেন্ড অনুযায়ী আপনার ব্যবসা কে পরিবর্তন করতে হবে। এর ফলে অধিকাংস মানুষ আপনার কাস্টমার হবে। এটি অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় গুলোর মধ্যে অন্যতম।

৮. সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিন

সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিন

আপনি আপনার কাস্টমার পেয়ে গেলেন অর্ডার ও নিলেন কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। আপনাকে সঠিক ভাবে পন্য টি কাস্টমার পর্যন্ত ভালোভাবে পৌছে দিতে হবে। যদি সঠিক ভাবে পন্যের সেবা নিশ্চিত না করতে পারেন তবে আপনার কাস্টমার দ্বিতীয়বার আর আপনার প্রতিষ্ঠান থেকে পন্য ক্রয় করতে আগ্রহী হবে না।

বাংলাদেশে বর্তমানে অনেক ধরণের কুরিয়ার সার্ভিস রয়েছে যারা সঠিক ভাবে পন্য ডেলিবারি করে থাকে। আপনি সেখান থেকে সবচেয়ে ভালো কুরিয়ার সার্ভিসের সাথে একটি চুক্তি করে নিতে পারেন।

৯. মানসম্মত সেবা নিশ্চিত করুন

বিশেষ করে বাংলাদেশের মত দেশে এখন পর্যন্ত ইকমার্স সাইট গুলো কাস্টমারের আস্থা জোগাতে পারেনি। অধিকাংশ কাস্টমার হারিয়ে যায় শুধু মাত্র মানসম্মত পন্য না দেয়ার কারনে। অতিরিক্ত লাভের আশায় কখনোই কাস্টমার কে নকল পন্য দেয়া যাবে না। চেষ্টা করুন কাস্টমার এর সাথে যথাসম্ভব সুন্দর ব্যবহার করার। প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত পন্য প্রদান করার। কাস্টমার এর কাছে আস্থা তৈরি করতে পারলে আপনার ব্যবসা দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবে।

📌 আরো পড়ুন 👇

১০. ধৈর্য ধরে কাজ করুন

ধৈর্য ধরে কাজ করুন

অনলাইনে খুব দ্রুত সময়ের মধ্যে সফল হওয়া বেশ অসম্ভব একটা ব্যাপার। ইকমার্স একটা বড় স্থান এখানে রাতারাতি সফল হওয়ার কোনো উদাহরণ বিগত সময়ে দেখা যায়নি। বরং যারা দ্রুত সফল হওয়ার আশায় অনলাইন ব্যবসা শুরু করেছে তারা ব্যবসা টিকিয়ে রাখতে পারেনি। তাই আপনাকে ধৈর্য ধরে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।

অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় সম্পর্কে আমাদের মতামত

অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় আর্টিকেলে আমরা ১০ টি উপায় আপনাদের জানালাম। তবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তবে অনলাইন ব্যবসা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে তবেই এখানে ইনভেস্ট করবেন। অনলাইনে সফল হওয়া অনেক কঠিন যদি জ্ঞানের পরিধি কম থাকে। 

অনলাইন ব্যবসায় সফল হওয়ার উপায় সম্পর্কে যদি আর কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

Sharing Is Caring

Leave a Comment