দোকানের নামের তালিকা – দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নাম বাছাই করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্দর নাম আপনার দোকানের ক্রেতা বাড়াতে সক্ষম। তবে নাম রাখার ক্ষেত্রে অনেক বিষয় গুলো ভেবে নাম ঠিক করতে হবে। আপনার দোকানে বিক্রি হওয়া পণ্য সম্পর্কে যেন কাস্টমার নাম শুনেই ধারণা পেয়ে যায় সেভাবেই নাম বাছাই করে দিতে হবে।
বন্ধুরা আপনি কি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? অথবা আপনি যদি দোকানের জন্য নাম খুজে থাকেন তাহলে আজকের আর্টিকেল টি শুধু মাত্র আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেলে আমরা জানাবো – কিভাবে আপনার ব্যবসা বা দোকানের জন্য একটি সুন্দর নাম বাছাই করবেন। পাশাপাশি বিভিন্ন দোকানের জন্য আমরা কিছু নামের তালিকা দিয়ে দিবো। যেখান থেকে আপনারা সহজেই আপনার পছন্দ অনুযায়ী নাম সিলেক্ট করে নিতে পারবেন আপনার দোকানের জন্য।
দোকানের নাম দেয়ার পূর্বে যা জানা প্রয়োজন
আপনি যদি বুঝতে পারেন কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের জন্য নাম বের করা হয় তাহলে আপনি নিজেই আপনার দোকানের নাম সিলেক্ট করে দিতে পারবেন। দোকানের নামের সাথে যদি আপনার পন্যের কোনো মিল না থাকে তাহলে সেই নাম ক্রেতাদের মধ্যে বিরম্বনা সৃষ্টি করবে।
যদি আপনার দোকানের সার্ভিস অনুযায়ী নাম সিলেক্ট করা হয় তবে আপনার দোকানের নাম শুনেই আপনার পণ্যের ক্যাটাগেরি সম্পর্কে ক্রেতা সহজেই বুঝতে পারবে। দোকানের জন্য নাম সিলেক্ট করার পূর্বে যে সকল বিষয় করবেন –
- আপনার দোকানের পণ্য বা আপনি যে ধরণের সেবা প্রদান করবেন সেটা মিলিয়ে দোকানের নাম রাখার চেষ্টা করুন।
- আপনার দোকানের নামের সাথে মিলে এমন কোনো নাম পূর্বেই যেন না থাকে। তাহলে সেই ধরণের নাম রাখবেন না।
- দোকানের নাম বেশি বড় রাখবেন না , ছোট ও সাবলিল শব্দ ব্যবহার করবেন। যা মানুষ একবার পড়লেই সহজে না ভুলে আর পণ্য সম্পর্কে ও ধারণা পেয়ে যায়।
- আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নাম দিতে চান তাহলে বিভিন্ন ব্রান্ডের সাথে মিল রেখে নাম দিবেন না। যে নাম টা দিবেন সেটা একদম ইউনিক রাখার চেষ্টা করবেন।
- আপনার দেয়া নামের সাথে মিল রেখে কোনো ফেসবুক পেজ বা কোনো ডোমেইন কেউ ইতিমধ্যেই রেজিস্ট্রেসন করেছে কিনা চেক করে নিবেন। কারণ ডিজিটাল যুগে আপনি যদি অনলাইনে মার্কেটিং করতে চান তাহলে আপনার ডোমেইন নাম ফাকা থাকা লাগবে। আপনার হয়ত এখন নেই ওয়েবসাইট তবে ভবিষ্যতে হতে পারে একারনে এখানে গুরুত্ব দেয়া টা বেশি জরুরী।
উক্ত বিষয় গুলো ভালোভাবে পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার দোকানের জন্য একটা ইউনিক ও সুন্দর নাম নির্বাচণ করবেন। এ ছাড়াও ভালো নাম দেয়ার ক্ষেত্রে আরো কিছু ধাপ আপনি চাইলে অনুসরণ করতে পারেন।
দোকানের সুন্দর নাম খুজে পাওয়ার উপায়
আপনার দোকানের জন্য যদি আপনি নাম নির্বাচন করতে চান তাহলে আপনি বিভিন্ন নামের ডেমো দেখতে পারেন। নিচে আমরা পণ্য অনুযায়ী কয়েকটি ডেমো নাম দিলাম –
১. পন্য অনুযায়ী নাম
যদি আপনার দোকানে নির্দিষ্ট কিছু সার্ভিস থাকে তাহলে পণ্য অনুযায়ী নাম দিতে পারেন এ ক্ষেত্রে পণ্য অনুযায়ী নাম দিলেই সবচেয়ে ভালো হবে। যেমন – ফাহিম দর্জি, ফুডি, কেয়া ফ্যাসন ইত্যাদি।
২. সাহিত্যিক শব্দ
সাধারণত বই বা লাইব্রেরি এর দোকান গুলোতে সবচেয়ে ভালো মানায় সাহিত্যিক ধরণের নাম গুলো। যেমন – চিত্রা, বনলতা ইত্যাদি।
৩. সংক্ষিপ্ত নাম
যদি আপনি দোকানের জন্য কোনো সংক্ষিপ্ত আকারে নাম রাখতে চান তাহলে কয়েকটি বর্ণ দিয়ে রাখতে পারেন। যেমন – RFL, Walton, দারাজ ইত্যাদি।
৩. ইংরেজি নাম
দোকানের জন্য অনেকেই ইংরেজি নাম রাখতে চান তাহলে এভাবে রাখতে পারেন। যেমন – জেনারেল, এপোলো ইত্যাদি।
৪. ধর্মীয় নাম
ইসলামিক নাম রাখার ক্ষেত্রে ধর্মিয় নাম রাখতে পারেন। যেমন – বিসমিলিল্লাহ স্টোর।
৫. নিজস্ব নাম
যদি আপনি চান আপনার দোকানের নাম নিজের নামে রাখবেন তাহলে সেটা ও রাখতে পারেন। তবে এক্ষেত্রে আপনার দোকানের নাম অনেক বড় হবে। যেমন – মাছুম সার্ভিসিং সেন্টার।
দোকানের নাম কিভাবে খুজবেন
দোকানের জন্য সুন্দর নামের তালিকা আমরা নিচে দিয়ে দিবো তবে আপনার যদি এখানের কোনো পছন্দ না হয় তাহলে অনলাইনে থেকে আপনার দোকানের বিবরণ দিয়ে ইউনিক নাম খুজে পেতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে যে সব কাজ করতে হবে –
ফেসবুক গ্রুপ
বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি নামের জন্য পোষ্ট করতে পারেন। আপনার দোকানের বিবরণ অবশ্যই ভালো ভাবে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই ইউনিক নাম খুজে বের করতে পারবেন।
Qora
প্রশ্ন উত্তর ওয়েবসাইট কোরা তে আপনি দোকানের জন্য নামের তালিকা জিজ্ঞেস করে পোষ্ট করতে পারেন। বিভিন্ন মানুষ আপনাকে নাম সাজেসন করতে পারবে।
ওয়েবসাইট
অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি চাইলে আপনার দোকানের জন্য ইউনিক নাম জেনারেট করতে পারেন। কয়েকটি ওয়েবসাইটের লিংক হলো –
উক্ত উপায় ব্যবহার করেও যদি আপনার পছন্দ মতো নাম না পেয়ে থাকেন তাহলে এই আর্টিকেলের কমেন্ট বক্সে আপনার দোকানের বিবরণ দিতে পারেন আমরা আপনার জন্য সবচেয়ে সুন্দর নাম দেয়ার চেষ্টা করবো।
দোকানের নামের তালিকা
দোকানের নাম নির্ভর করে আপনার দোকানের পণ্যের ও সার্ভিস এর উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের ক্যাটাগেরি অনুযায়ী নিচে আমরা কয়েকটি নামের তালিকা দিয়ে দিলাম –
অনলাইন শপ এর নামের তালিকা
যদি আপনি ই-কমার্স প্রতিষ্ঠান খুলেন তাহলে আপনার সবচেয়ে সহজ ও ছোট একটা নাম নির্বাচণ করা প্রয়োজন নিচে আমরা কিছু নাম দিলাম –
- আজকের বাজার
- ই-স্টোর
- দেশি খাদ্য
- বাজার সদাই
- সদাইপাতি
- ইচ্ছেশপ
- দরদাম
- বেচা কেনা
- সবজি মার্ট
- ইজি স্টোর
- অন্ন স্টোর
মোবাইল দোকানের নামের তালিকা
মোবাইলের দোকানের নাম আপনার নামের সাথে মিলিয়ে রাখলে ভাল হয়। তবে আপনি চাইলে অন্যভাবেও রাখতে পারেন –
- রাইয়ান মোবাইল সেন্টার
- মোবাইল গ্যারেজ
- মাসুদ সার্ভিসিং
- মোবাইল মার্ট
- মোবাইল কিনি
কাপড়ের দোকানের নামের তালিকা
ফ্যাসন বা কাপড়ের দোকানের জন্য সবসময় ইউনিক নাম রাখার চেষ্টা করবেন। আপনি চাইলে এগুলা ব্যবহার করতে পারেন –
- ফ্যাসন কর্নার
- রাহিনা ফ্যাসন
- তুহিন ফ্যাসন
- ইসলামিক ফ্যাসন
- রিয়েল লুকস সেন্টার
- আমিন বুটিকস হাউজ
- নোহা ফ্যাশন
- We love dress
- Sale dress
- New dress
- The dress fever
- Our dress
- Dress houses
ঔষধের দোকানের নামের তালিকা
- তাওহিদ হোমিও হল
- আস সুন্নাহ ফার্মেসি
- দাওয়া ফার্মেসি
- মায়ের দোয়া সেবা কেন্দ্র
- রাহিনা মেডিক্যাল হল
- সেন্ট্রাল মেডিকেল হল
- রাইয়ান চিকিতসা কেন্দ্র
- আরোগ্য ফার্মেসি
খাবার দোকানের নামের তালিকা
খাবার দোকানের নাম খাবার রিলেটেড রাখা সবচেয়ে ভালো। নিচে কিছু নামের ডেমো দেখে নিতে পারেন –
- সজিব ক্যাফে
- খাদ্য গৃহ
- ফুড শপ
- ফুচকা স্টোর
- গ্রিন ক্যাফে
- রহিম ফাস্টফুড
- Food Ever
- Tea store
- Dinner club
- Lack view restaurant
মুদি দোকানের নামের তালিকা
- নিত্যদরকার
- পন্যঘর
- সদায়পাতি
- রাহিম মুদি স্টোর
📌 আরো পড়ুন 👇
- অল্প পুজিতে পাইকারি ব্যবসা আইডিয়া
- পত্রিকায় লেখালেখি করে আয় করার উপায়
- কবিতা ও গল্প লিখে আয় করার উপায়
দোকানের নাম সম্পর্কে আমাদের মতামত
দোকানের নামের তালিকা আর্টিকেলে আমরা বেশ কিছু নামের তালিকা দিয়ে দিলাম। এখানে দেয়া নাম গুলো ব্যবহার করার পূর্বে আপনি অবশ্যই দেখে নিবেন এই নামে ইতিমধ্যে কেউ দোকান দিয়েছে কি না।
তবে দোকানের জন্য নাম সিলেক্ট করার পূর্বে ইউনিক ভাবে নাম রাখার চেষ্টা করবেন। আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।