সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

5/5 - (1 vote)

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহার করে আমরা ইন্টারনেট থেকে যেকোনো তথ্য খুঁজে বের করতে পারি। গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়ানডেক্স সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায় অনেক সহজেই।

আপনি কি কখনো ভেবেছেন, কোনো বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার ফলাফল কীভাবে পাওয়া যায়? এই অবিশ্বাস্য কাজটি করে সার্চ ইঞ্জিন। এটি মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটের বিশাল তথ্যের ভান্ডার থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে বের করে। আপনি যখন কোনো শব্দ বা বাক্য দিয়ে সার্চ করেন, সার্চ ইঞ্জিন তাৎক্ষণিকভাবে বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ স্ক্যান করে এবং সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফলগুলো আপনার সামনে তুলে ধরে।

সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিনের কাজ কি তা নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করবো। যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে আগ্রহী, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়বেন।

সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে,

সার্চ ইঞ্জিন হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম যা ইন্টারনেটে বিদ্যমান মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইটের বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ স্ক্যান করে আমাদের সার্চ করা তথ্য খুঁজে বের করে আমাদের সামনে প্রদর্শন করে থাকে। আমরা যখন একটি সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো শব্দ বা বাক্য লিখে সার্চ করি, তখন সেটিকে কীওয়ার্ড বা কুয়েরি বলা হয়।

সার্চ ইঞ্জিন উক্ত কুয়েরি দিয়ে ইন্টারনেটে বিদ্যমান বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করার মাধ্যমে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে। এরপর, উক্ত তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকে। সার্চ ইঞ্জিনে যেকোনো কিছু জানতে চেয়ে লিখে সার্চ করা হলে আমাদের সার্চের সাথে সম্পর্কিত তথ্য রয়েছে এমন ওয়েবসাইটের একটি তালিকা প্রদর্শন করে। এরপর, আমরা উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি।

সার্চ ইঞ্জিন যেসব ওয়েবসাইট আমাদের সামনে প্রদর্শন করে থাকে, এগুলো সার্চ ইঞ্জিনের তৈরি করা কোনো ওয়েবসাইট নয়। বরং, অনেকেই বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে এবং সার্চ ইঞ্জিনে তাদের ওয়েবসাইট যুক্ত করেছে। সার্চ ইঞ্জিনে যুক্ত করার মাধ্যমে সার্চ ইঞ্জিন তাদের ওয়েবসাইটকে আমাদের সামনে প্রদর্শন করছে। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এটি আরেকটি বিষয়, আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো।

তাহলে বলা যায়, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারি মুহূর্তেই। এখন সার্চ ইঞ্জিন আপডেট হচ্ছে এবং সার্চ ইঞ্জিনের কার্যক্ষমতা উন্নত হওয়ার পাশাপাশি সার্চ ইঞ্জিনে শো করা তথ্যের মাঝেও পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখন আমরা সার্চ ইঞ্জিনের কাজ কী এই বিষয়ে আলোকপাত করবো।

সার্চ ইঞ্জিনের কাজ কি

সার্চ ইঞ্জিনের মূল কাজ হচ্ছে আমাদের সার্চ করা তথ্য খুঁজে বের করা। আমরা যখন গুগল, বিং বা অন্য যেকোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কিছু সার্চ করি, তখন উক্ত সার্চ ইঞ্জিনটি আমাদের সার্চ করা তথ্যের সাথে মিল রয়েছে এমন তথ্য রয়েছে যেসব ওয়েবসাইটে, সেসব ওয়েবসাইট আমাদের সামনে প্রদর্শন করে। যেমন – আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি “বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে?” তাহলে গুগল উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এমন ওয়েবপেজগুলো আমাদের সামনে শো করবে।

অর্থাৎ, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়েছে এমন ওয়েবসাইটগুলোর একটি তালিকা আমাদের সামনে শো করবে। সার্চ ইঞ্জিনের মূল কাজ হচ্ছে এটাই যে আমাদের চাহিত তথ্য রয়েছে এমন ওয়েবসাইটগুলো আমাদের সামনে শো করা। এখন যদিও সার্চ ইঞ্জিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করার মাধ্যমে সার্চ ইঞ্জিনকে আরও উন্নত করা হচ্ছে।

এতে করে, আমরা যখন কিছু লিখে সার্চ করবো, তখন সার্চ ইঞ্জিন উক্ত বিষয় সম্পর্কিত তথ্য আমাদেরকে প্রথমেই দেখাবে। এতে করে, বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার জন্য কষ্ট করতে হবেনা। যদিও এই বিষয়টি এখনো পরীক্ষামূলকভাবে চলছে। তবে আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা আমাদের সকল সার্চে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দেয়া উত্তর দেখতে পারবো।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

আসলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা সকলের জানা উচিত। আর আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা জানা অত্যন্ত জরুরি। তো চলুন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা সম্পর্কে আলোচনা করা যাক –

সার্চ ইঞ্জিন কয়েকটি ধাপে কাজ করে থাকে। Crawling, Indexing এবং Ranking । এই তিনটি ধাপে সার্চ ইঞ্জিন বিভিন্নও ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলোকে তাদের ডাটাবেজে সংরক্ষণ করে এবং র‍্যাঙ্কিং করার মাধ্যমে আমাদের সামনে ওয়েবসাইট বা ওয়েবপেজগুলো শো করে থাকে। নিচে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করে দেয়া হয়েছে। 

সার্চ ইঞ্জিন ক্রোলিং (Crawling)

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে,

সার্চ ইঞ্জিনগুলো কীভাবে বিশাল ইন্টারনেটের তথ্যভাণ্ডারের মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে দেয়, তা জানতে হলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে ক্রলিং বা ক্রল করার প্রক্রিয়াটি। এই প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডারের মধ্যে ঘুরে বেড়ায়, নতুন ওয়েবসাইট এবং ওয়েবপেজগুলো খুঁজে বের করে এবং সেগুলোর তথ্য সংগ্রহ করে।

এই কাজটি করার জন্য সার্চ ইঞ্জিনগুলোর নিজস্ব কিছু প্রোগ্রাম থাকে, যাদের আমরা বট, স্পাইডার বা ক্রলার বলে থাকি। এই বটগুলো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে যায়, সেগুলোকে পড়ে, এবং সেখান থেকে পাওয়া তথ্যগুলোকে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে সংরক্ষণ করে। এই তথ্যগুলোর মধ্যে থাকে ওয়েব পেজের টাইটেল, ডেসক্রিপশন, কীওয়ার্ড, ছবি, ভিডিও, টেক্সট এবং অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক।

একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে যাওয়ার জন্য এই বটগুলো ওয়েব পেজগুলোতে থাকা লিঙ্কগুলোকে ফলো করে। এইভাবে তারা ধীরে ধীরে ইন্টারনেটের সমস্ত ওয়েবসাইটগুলোকে স্ক্যান করে এবং তথ্য সংগ্রহ করে। যখন আমরা কোনো কিছু সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন এই বিশাল ডাটাবেজ থেকে আমাদের প্রশ্নের সাথে মিল রেখে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফলগুলো খুঁজে বের করে এবং আমাদের দেখায়।

সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং (Indexing)

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে,

সার্চ ইঞ্জিন যখন কোনো ওয়েবপেজ ক্রোল করে, তখন সেখান থেকে পাওয়া তথ্যগুলো তাদের তৈরি করা ক্যাটাগরিভেদে তাদের ডাটাবেজে সাজিয়ে রাখে। এই কাজটিকে ইন্ডেক্সিং বলা হয়। যখন গুগল বা অন্য সার্চ ইঞ্জিন একটি ওয়েবপেজ ইনডেক্স করে, তখন গুগলে সার্চ করলে উক্ত ওয়েবপেজটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। তাই, যারা ওয়েবসাইট গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে শো করাতে চান, তারা তাদের ওয়েবসাইট এসইও করার মাধ্যমে ইনডেক্স করে থাকেন। 

সার্চ ইঞ্জিনের ক্রোলার একটি ওয়েবসাইট বা ওয়েবপেজ ইনডেক্স করার পর যখন কেউ উক্ত ওয়েবপেজে থাকা কন্টেন্ট বিষয়ে গুগলে সার্চ করে, তখন সে যেন তাড়াতাড়ি উক্ত তথ্য শো করতে পারে, তাই ক্যাটাগরিভেদে ইনডেক্স করে রাখে। সার্চ ইঞ্জিনে ওয়েবপেজ বা ওয়েবসাইট ইনডেক্স হলেই গুগলে সার্চ করলে সেটি খুঁজে পাওয়া যাবেনা। কারণ, এখানে সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এটি নিয়ে নিচে আরও বিস্তারিত জানতে পারবেন। 

সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং (Ranking)

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে,

সার্চ ইঞ্জিনে কেউ একটি বিষয়ে সার্চ করার পর কোন ওয়েবসাইটটি প্রথমে থাকবে এবং কোন ওয়েবসাইটটি তারপর থাকবে এটি সাজানো হয় মূলত সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম এর সাহায্যে। বিভিন্ন সার্চ ইঞ্জিনের আলাদা আলাদা অ্যালগরিদম থাকে। এই অ্যালগরিদম এর সাহায্যে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় যাচাই করে ওয়েবসাইটগুলোকে ক্রমানুসারে সাজানো হয়। 

সার্চ ইঞ্জিনের প্রথম পেজে এবং প্রথম দিকে র‍্যাঙ্ক করার জন্য ওয়েবমাস্টাররা বিভিন্ন এসইও টেকনিক অনুসরণ করে থাকে। যার ফলে, তাদের ওয়েবসাইটগুলো গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম পেজে এবং প্রথম স্থানের দিকে র‍্যাঙ্ক করে থাকে। বিভিন্ন সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং ফ্যাক্টর ভিন্ন হয়ে থাকে, তাই এসব সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করার ধরনও আলাদা হয়ে থাকে। 

সার্চ ইঞ্জিন কত প্রকার ও কি কি

সার্চ ইঞ্জিনের কাজের ধরনের উপর নির্ভর করে একে মূলত ৭ ভাগে ভাগ করা যায়। সার্চ ইঞ্জিন এর এই ৭ প্রকার হচ্ছে —

  • General Search Engine
  • Vertical Search Engine
  • Hybrid Search Engine
  • Metasearch Engine
  • Web Search Engine
  • Image Search Engine
  • Video Search Engine

প্রতিটি সার্চ ইঞ্জিনের আলাদা ধরণ রয়েছে। কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো ব্যবহার করে শুধু ছবি সার্চ করা যায়।

📌 আরো পড়ুন 👇

আবার কিছু রয়েছে যেগুলো ব্যবহার করে শুধু ভিডিও সার্চ করা যায়। এছাড়া, এমন কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো ব্যবহার করে উভয় বিষয় সার্চ করা যায়। ধরণের উপর ভিত্তি করে মোট ৭ প্রকারের সার্চ ইঞ্জিন রয়েছে।

জনপ্রিয় সার্চ ইঞ্জিনসমূহ

জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে বিভিন্ন তথ্য খুঁজে পাই। নিচে বেশ কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনের একটি তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে। 

  • Google
  • Bing
  • Yahoo
  • Yandex
  • Ask

বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অধিকাংশ মানুষ গুগল ব্যবহার করে তাদের প্রয়োজনীয় তথ্য সার্চ করে থাকে। পাশাপাশি বিং এবং ইয়াহু জনপ্রিয় দুইটি সার্চ ইঞ্জিন। তবে, গুগল সার্চ ইঞ্জিন হিসেব একাই আধিপত্য করছে বিগত কয়েক বছর ধরে। 

সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের মতামত 

সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনের কাজ কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এসব বিষয় নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করেছি। যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে আগ্রহী, আশা করছি সার্চ ইঞ্জিন কি এবং এর কাজ কী তা জানতে পেরেছেন। 

আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

Sharing Is Caring

Leave a Comment