অনলাইনে মামলা দেখার উপায়

5/5 - (1 vote)

বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরো বেশি কার্যকরী এবং সহজলভ্য করতে আদালত ডিজিটালাইজেশনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সেই সুবাদে এখন আদালতে থাকা মামলার ছোট খাটো তথ্য (যেমন: মামলার বর্তমান অবস্থা কি, মামলার পরবর্তী তারিখ কত, মামলা বিষয়ক নির্দেশনা ইত্যাদি) জানতে আদালতে ছুটতে হবে না। ঘরে বসেই অনলাইনে মামলা দেখার উপায় বর্তমানে রয়েছে।

তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে এই বিষয়ে অবগত না থাকার কারণে বিশেষ এই সুবিধাটি ভোগ করতে পারছে না। মূলত তাদের জন্যই আজকের এই ব্লগ পোস্টে, আমরা অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে অগ্রসর হবেন আর জেনে নিবেন মামলার প্রতিটা আপডেট। চলুন শুরু করা যাক।

অনলাইনে মামলা দেখার সুবিধাসমূহ

প্রথমেই জেনে নেই অনলাইনে মামলা দেখার সুবিধা মূলত কি! কেননা, যেকোনো কাজ করার আগে সেটির দ্বারা কি হবে তা যথাযথ ভাবে জেনে নেয়া জরুরি। বিষয়টি এমন যে, আগে মামলা সম্পর্কে তথ্য জানতে হলে সাধারণত আইনজীবীর সাহায্য নিতে হতো। 

কিন্তু এখন অনলাইনে মামলা দেখার উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার মামলার সব তথ্য জানতে পারবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট আইন বিভাগ নাগরিকদের এই সেবা প্রদান করছে। এখানে আপনার সময়, শ্রম ও দুশ্চিন্তা অনেকটাই লাঘব হচ্ছে। 

অনলাইনে মামলা দেখার উপায় 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সব সময় কর্মরত। আর সেই লক্ষ্যেই নাগরিকদের সেবার মান ডিজিটালাইজড করার জন্য তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এখান তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য আধুনিক ব্যবস্থা প্রস্তুত করতে পারাটাই হচ্ছে মূল ডিজিটাল প্রযুক্তির সফলতা। যা এখানে স্পষ্টভাবেই  লক্ষণীয়। 

অনলাইনের মাধ্যমে কিভাবে মামলা মোকদ্দমার সেবা দেয়া যায় তা নিয়ে কাজ করছে আইন বিভাগ। বিচার প্রাথী/ফরিয়াদীরা যাতে আইনজীবীর সাহাজ্য ছাড়া যেকোন মামলার তথ্য ঘরে বসে জানতে পারে সে ব্যবস্থা করেছে আইন বিভাগ। যার ফলে এখন আর মামলার অবস্থা বা তারিখ অথবা হাজিরার তারিখ জানার জন্য আইনজীবীকে ফোন দিতে হবে না। বরং অনলাইনের মাধ্যমে সহজেই জানতে পারবেন মামলার সকল তথ্য।

বর্তমানে অনলাইনে মামলা দেখার উপায় রয়েছে দুইটি।

১) মোবাইল অ্যাপ;

২) ওয়েবসাইট থেকে। 

পরবর্তী ধাপ গুলোতে আমরা এই দুই পদ্ধতি সম্পর্কেই আলোচনা করবো ও স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিবো। আপনার কাছে যেটি সহজ ও গ্রহণযোগ্য বলে মনে হয় আপনি সেটিই এপ্লাই করে জেনে নিতে পারেন আপনার মামলার পরবর্তী সকল আপডেট। চলুন শুরু করা যাক: 

অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মামলা দেখার উপায় 

এবার প্রশ্ন হচ্ছে, “কোন অ্যাপের মাধ্যমে অনলাইনে মামলা সম্পর্কে সহজে জানতে পারবেন?” অনলাইনে মামলা দেখার সহজ উপায় এর মধ্যে অন্যতম সেরা ও সহজ একটি উপায় হলো মাই কোর্ট বা আমার আদালত অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে মামলা সংক্রান্ত বিষয় তদারক এবং যাচাই বাছাই করা যায় খুব সহজেই। 

উল্লেখ্য যে, অনলাইনে মামলা দেখার জন্য আদালতের বিভাগ, জেলা, আদালতের ধরন, মামলা নম্বর, মামলার সাল অথবা তারিখ লাগবে।

তাহলে এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে মাই কোর্ট বা আমার আদালত অ্যাপ থেকে সহজে অনলাইন থেকে মামলা সংক্রান্ত বিষয় জানতে পারবেন। 

১) প্রথমেই গুগল প্লে স্টোর থেকে “আমার আদালত” নামক অ্যাপটি ইন্সটল করে নিন। 

অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মামলা দেখার উপায় - মাই কোর্ট বা আমার আদালত অ্যাপ

২) এবার একটি ওপেন করে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে নিবন্ধন বাটনে প্রেস করুন। ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগিন করুন। 

ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগিন করুন

আমার আদালত অ্যাপটি আপনি ইংরেজি ও বাংলা এই দুটি ভাষা এই অ্যাপ এ ব্যবহার করতে পারেন। আপনি যে ভাষায় দেখতে চান সেটি সিলেক্ট করে দিন। ঠিক ভাবে বুজতে নিচের ছবিটি লক্ষ্য করুন। 

আমার আদালত অ্যাপটি আপনি ইংরেজি ও বাংলা এই দুটি ভাষা এই অ্যাপ এ ব্যবহার করতে পারেন

৩) এরপর মামলা বিষয়ে জানার জন্য প্রথম পেজের নীচে আপনার মামলার কিছু তথ্য পূরণ করতে হবে। যেমন- বিভাগ, জেলা, অধস্তন আদালতের নাম এবং সব শেষে মামলার নম্বর ও সন একসাথে (যেমনঃ ১২০/২০২৪) বসাতে হবে।

মামলা অনুসন্ধান অপশনে গিয়ে কাঙ্খিত মামলার তথ্য দিন ও আপডেট জেনে নিন। 

মামলা অনুসন্ধান অপশনে গিয়ে কাঙ্খিত মামলার তথ্য দিন ও আপডেট জেনে নিন
image 2

মনে রাখবেন যে, আমার আদালত অ্যাপ দিয়ে আপনি শুধুমাত্র আদালতে থাকা মামলার বিষয়ে জানতে পারবেন, থানার মামলার বিষয়ে নয়।

বিস্তারিত দেখার জন্য দেখুন অপশন এ ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ চলে আসবে। এই পেজে আপনার আদালতের মামলা বিষয়ে মামলা ফাইলিং এর তারিখ, শুনানির তারিখ এর মতো গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাবেন।

এবার চলুন জেনে নেয়া যাক যদি আপনি অ্যাপ ব্যতীত ওয়েবসাইটের মাধ্যমে ইন্সট্যান্ট মামলার তথ্য জানতে চান তবে কি করবেন! 

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখার উপায় 

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে মামলার সকল তথ্য দেখা আরো সহজ। আপনাকে সোজা চলে যেতে হবে আপনার ফোনের/কম্পিউটারের ব্রাউজারে। সেখানে গিয়ে সার্চ করবেন “Causelist.judiciary.gov.bd” অথবা সরাসরি এই লিংকে ক্লিক করেই ই-কার্যতালিকা এর ওয়েবসাইটে চলে যান। 

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখার উপায় 

ড্যাশবোর্ড থেকে প্রথমেই দেখতে পারবেন ই-কার্যতালিকা বর্তমানে চালু আছে কোন কোন স্থানে সেটির লিস্ট। এরপর নিচের দিকে কয়েকটি বক্স আছে যেখান থেকে সিলেক্ট করতে হবে সেই ঠিকানা যে ঠিকানাতে মামলা দেখতে চাচ্ছেন। 

ড্যাশবোর্ড থেকে প্রথমেই দেখতে পারবেন ই-কার্যতালিকা বর্তমানে চালু আছে কোন কোন স্থানে সেটির লিস্ট

এখানে পর্যায়ক্রমে প্রথমে বিভাগ, এরপর জেলা, তারপর উক্ত স্থানের আদালত সমূহের লিস্ট থেকে যে আদালতে আপনার মামলাটি রয়েছে সেই আদালতটি সিলেক্ট করে দিন। সবশেষে মামলার তারিখটি উল্লেখ্য করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। 

এখানে পর্যায়ক্রমে প্রথমে বিভাগ, এরপর জেলা, তারপর উক্ত স্থানের আদালত সমূহের লিস্ট থেকে যে আদালতে আপনার মামলাটি রয়েছে সেই আদালতটি সিলেক্ট করে দিন

এই পর্যায়ে উক্ত আদালতে কার্যকর হওয়া প্রতিটি মামলার বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। এখানে আপনি ৩ ধরনের তথ্য দেখতে পারবেন সেগুলো হলো: 

  • মামলার নাম্বার
  • কার্যক্রম (মামলাটি কিভাবে হচ্ছে) 
  • মামলার পরবর্তী তারিখ
  • সংক্ষিপ্ত আদেশ (পরবর্তীয় সুনানির বিষয়ে নির্দেশনা) 

এইভাবেই আপনি দুইটি পৃথক পদ্ধতিতে অনলাইনে মামলা দেখতে পারবেন। তবে উভয় পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখার উপায়টি সহজ ও কার্যকর।  

অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে আমাদের মতামত 

আশা করছি “অনলাইনে মামলা দেখার উপায়” বিষয়ক আর্টিকেলটি আপানার জন্য হেল্পফুল হয়েছে। কেননা, এই আর্টিকেলে পৃথক দুইটি পদ্ধতি (মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট) অনুসরণ করে কিভাবে মামলার বিস্তারিত তথ্য জানতে পারবেন সেটি দেখানো হয়েছে। 

অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে যদি আর কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

Sharing Is Caring

Leave a Comment