ডায়নামিক ওয়েবসাইট কি? ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম

5/5 - (2 votes)

ডায়নামিক ওয়েবসাইট হলে এমন একটি ওয়েবসাইট যেটা চাহিদা অনুযায়ী পরিবর্তন করা যায়। অর্থাৎ এটি স্ট্যাটিক ওয়েবসাইটের বিপরীত। ডায়নামিক ওয়েবসাইটে কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়। ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে প্রোপার জ্ঞান হয়তো অনেকেরই নেই।

তাই আজকের আর্টিকেলে আমরা ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এবং ডায়নামিক ওয়েবসাইটে সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

Table of Contents

ডায়নামিক ওয়েবসাইট কি

ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম,

ডায়নামিক ওয়েবসাইট হল এমন একটি ওয়েব পেজ যা প্রতিবার লোড হওয়ার সময় পরিবর্তিত হয়। এর মানে হল, আপনি যখন একই ওয়েবসাইট দুবার ভিজিট করবেন, তখন দুবার আলাদা আলাদা কনটেন্ট দেখতে পেতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে, যে সকল ওয়েবসাইটে কনটেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় সরাসরি পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। ডায়নামিক ওয়েবসাইটে কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়।

মূলত ডায়নামিক ওয়েবসাইটে বেশ কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে যা স্ট্যাটিক ওয়েবসাইট থেকে একে আলাদা করে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন হয় HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net ইত্যাদি। আজকের আর্টিকেলে আমরা ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এবং ডায়নামিক ওয়েবসাইটে সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য 

ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম,

ডায়নামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট থেকে অনেক বেশি ইন্টারেক্টিভ যার ফলে ব্যবহারকারীরা ডায়নামিক ওয়েবসাইট ব্যবহার করে এমন কিছু বৈশিষ্ট্য পান যা একে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ভীষন ভাবে আলাদা করে তোলে। ডাইনামিক ওয়েবসাইটের কিছু প্রধান বৈশিষ্ট্য হলো:

ব্যবহারকারী ইন্টারঅ্যাকশন

ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারীরা ডাটাবেজে তথ্য যোগ করতে, পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে: একটি ই-কমার্স ওয়েবসাইটে পণ্য কেনাকাটা করা বা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা সম্ভব ডায়নামিক ওয়েবসাইট এর মাধ্যমে।

ডাটাবেজের সাথে সংযোগ

ডায়নামিক ওয়েবসাইট একটি ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে, যা ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করে। এই ডাটাবেজের তথ্য সবসময় আপডেট করা যায় যা ডায়নামিক ওয়েবসাইটের অন্যতম বৈশিষ্ট্য।

সার্ভার-সাইড স্ক্রিপ্টিং

এই ধরনের ওয়েবসাইট সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ (যেমন PHP, Python, Ruby) ব্যবহার করে, যা ওয়েবসাইটের কার্যকারিতা পরিচালনা করতে সাহায্য করে।

ডাইনামিক কন্টেন্ট

ওয়েবসাইটের কন্টেন্ট ব্যবহারকারী বা অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। উদাহরণ: একটি নিউজ ওয়েবসাইটে সর্বশেষ খবরগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে ডায়নামিক ওয়েবসাইটে।

ডাইনামিক ওয়েবসাইটের আরো কিছু সংক্ষিপ্ত বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো:

  • ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হতে পারে, 
  • ডাইনামিক ওয়েবসাইট সার্ভার থেকে ক্লাইন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভয় মুখী কমিউনিকেশন করতে পারে, 
  • ডায়নামিক ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করতে পারে, ডিলিট করতে পারে এবং আপডেট করতে পারে,
  • ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। অর্থাৎ এ ধরনের ওয়েবসাইটে সরাসরি ব্যবহারকারীর প্রোফাইল দেখা যায়।

ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা

ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম,

ডায়নমিক ওয়েবসাইটের নানাবিধ সুবিধা রয়েছে। নিচে ডায়নামিক ওয়েবসাইটের কিছু সুবিধা তুলে ধরা হলো: 

ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারীর পছন্দ এবং অবস্থানের উপর ভিত্তি করে কনটেন্ট কাস্টমাইজ করা হয়ে থাকে। ব্যবহারকারীর জন্য আরো বেশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জনের জন্য ডায়নামিক ওয়েবসাইট খুবই কার্যকর ভূমিকা পালন করে। ডায়নামিক ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি অন্যান্য ওয়েবসাইট থেকে ভালো। ডাইনামিক ওয়েবসাইটে ফর্ম, সার্চ ইঞ্জিন এবং অন্যান্য যেসব উপাদান ব্যবহার করা হয় তা অন্যান্য ওয়েবসাইট থেকে একে আলাদা করে। ডায়নামিক ওয়েবসাইটে নতুন কনটেন্ট যোগ করা এবং বিদ্যমান কনটেন্ট আপডেট করা খুবই সহজ। ই-কমার্স সাইটের ক্ষেত্রেও যেসব কনটেন্ট আপডেট করা হয় সেগুলো খুব সহজে ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব।

ডায়নামিক ওয়েবসাইট ব্যবহারকারীদের মার্কেটিং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যবহারকারীদের ক্রিয়াকলাপ ট্রাক করার প্রয়োজন হয় এবং ডেটা সংগ্রহ করার প্রয়োজন হয়। যা ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই করা যায়। আবার অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়নামিক ওয়েবসাইট এ সার্চ ইঞ্জিন দ্রুত ভালো rank করাতে পারে। এগুলোতে নিয়মিত কনটেন্ট আপডেট করা যায়।

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা

ডাইনমিক ওয়েবসাইটের নানাবিদ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধা রয়েছে। নিচে ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা গুলো তুলে ধরা হলো:

  • স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় ডাইনামিক ওয়েবসাইট তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা বেশ জটিল এবং কঠিন প্রসেস। 
  • ডায়নামিক ওয়েবসাইটে ডেটাবেজ থেকে তথ্য আনতে এবং প্রতিটি ব্যবহারকারীর জন্য পেজ কাস্টমাইজ করতে সময় লাগে, ফলে বলাই যায় ডাইনামিক ওয়েবসাইটে লোড হতে সময় লাগে। 
  • ডায়নামিক ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঝুঁকি স্ট্যাটিক ওয়েবসাইট এর চেয়ে বেশি।
  • ডাইনামিক ওয়েবসাইট চালাতে একটি ভালো হোস্টিং সার্ভারের প্রয়োজন হয়।

ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম

ডায়নামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইট এর সুবিধা, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার নিয়ম,

ডাইনামিক ওয়েবসাইট তৈরি একটি জটিল প্রক্রিয়া, যা ব্যবহারকারীর ইন্টারেকশনের উপর ভিত্তি করে ওয়েবপেজ ডাইনামিকভাবে পরিবর্তন করে। এটি স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি ইন্টারেক্টিভ হয়ে থাকে। ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য যা যা প্রয়োজন হয় তা হল: 

ওয়েবপেজের স্ট্রাকচার এবং ডিজাইন করার জন্য HTML, CSS এই দুটি ভাষা ব্যবহৃত হয়। সার্ভার ডাটা প্রসেস করার জন্য এবং ডায়নামিক কনটেন্ট তৈরির জন্য PHP, Python, Ruby, ASP.NET ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহারকারী তথ্য সংরক্ষণ করার জন্য PostgreSQL, MongoDB ইত্যাদির প্রয়োজন হয়।

ডায়নামিক ওয়েবসাইট তৈরির ধাপ গুলো তুলে ধরা হলো: 

পরিকল্পনা তৈরি করুন 

সর্বপ্রথম আপনার ওয়েবসাইটের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। আপনি কি ধরনের ডাইনামিক ফিচার যোগ করতে চান, তা নির্ধারণ করুন। মনে রাখবেন একটি ভালো পরিকল্পনার মাধ্যমে আপনি সুন্দর একটি ডাইনামিক ওয়েবসাইট পেতে পারেন।

ডিজাইন করুন 

HTML এবং CSS ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ডিজাইন তৈরি করুন। ডিজাইন করার সময় সময় নিয়ে ভালোভাবে করার চেষ্টা করুন। ডিজাইন করার সময় সহজ এবং আকর্ষণীয় UI ডিজাইন করতে হবে যা ব্যবহারকারীদের কাছে গ্রহণ যোগ্যতা পায়। ব্যবহারকারী যাতে সহজ ভাবে ওয়েবসাইট ব্যবহার করতে পারে তার জন্য UX ডিজাইন ও বেশ গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ডিজাইন করার সময় রেস্পনসিভ ডিজাইন করতে হবে যাতে করে মোবাইল, ডেক্সটপ এবং ল্যাপটপে ভালোভাবে ওয়েবসাইটটি দেখা যায়। ওয়েবসাইটটি যাতে দ্রুত লোড হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যে কোন ওয়েবসাইট দ্রুত লোড না হলে তা ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হতে পারে।

সার্ভার সাইড স্ক্রিপ্ট তৈরি করুন 

আপনার পছন্দের সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেটাবেজের সাথে ইন্টারেক্ট করার জন্য কোড লিখুন।

ফর্ম প্রসেসিং করুন 

ব্যবহারকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, সংগ্রহীত তথ্যকে ডাটাবেজে সংরক্ষণ করা, ইমেইল পাঠানো এবং নোটিফিকেশন দেওয়ার জন্য ফর্ম প্রসেসিং খুব গুরুত্বপূর্ণ। ফর্ম প্রসেসিং করার জন্য সর্বপ্রথম ফরম ডিজাইন করতে হয়। খুব সহজ এবং ব্যবহার বান্ধব ফরম ডিজাইন করা উচিত। ফরম প্রসেসিং করার জন্য HTML এবং CSS ব্যবহার করতে হবে। ফর্ম এর ইন্টারেক্টিভ বাড়াতে Java script ব্যবহার করা জরুরী। সংগৃহীত তথ্য সংরক্ষণ করার জন্য mysql ব্যবহার করতে হবে।

সিকিউরিটি ফিচার যোগ করুন 

হ্যাকিং এবং মেলওয়ার এর কাছ থেকে ওয়েবসাইট কে রক্ষা করার জন্য সিকিউরিটি ফিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যা যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো: 

  • একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যা অন্যান্য পাসওয়ার্ড এর সাথে মিলে না যায়। 
  • ওয়েব সাইটে প্রবেশ করার সময় দুই ধাপে সিকিউরিটি বা পাসওয়ার্ড যোগ করার চেষ্টা করুন, এতে আপনার পাসওয়ার্ডটি আরো বেশি শক্তিশালী হয়। 
  • ওয়েবসাইটের সবকিছু নিয়মিত আপডেট করার চেষ্টা করুন, এতে করে হ্যাকিং প্রবণতা কমে আসবে। 
  • ওয়েবসাইট এবং ব্যবহারকারীর মধ্যে ডাটা ট্রান্সফার কে এনক্রিপ্ট করতে এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা জরুরী।
  • অনুমোদিত ট্রাফিক কে ব্লক করার জন্য ফায়ারওয়াল ইন্সটল করুন।

বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইস দিয়ে চেক করুন

ওয়েবসাইট ডিজাইন সম্পূর্ণ হলে বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইস দিয়ে চেক করে দেখতে হবে। ওয়েবসাইট টি মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপ ফ্রেন্ডলি হয়েছে কিনা, ওয়েবসাইটের লোডিং কেমন হচ্ছে এগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। বর্তমানে যেহেতু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি তাই ওয়েবসাইটটি যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে তা বেশ সমস্যার কারণ।

FAQ

১)ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে উদাহরণ দাও?

উঃ ডায়নামিক ওয়েবসাইট হল এমন একটি ওয়েব পেজ যা প্রতিবার লোড হওয়ার সময় পরিবর্তিত হয়। 

২)স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট কি?

উঃ যে সকল ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে এবং যে সকল ওয়েবসাইটের তথ্য সচরাচর পরিবর্তন হয় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। তবে ডাইনামিক ওয়েবসাইটের তুলনায় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সহজ। শুধুমাত্র এইচটিএমএল এবং css ব্যবহার করে স্টাটিক ওয়েবসাইট তৈরি করা যায়।

৩)ওয়েবসাইটের ডাইনামিক কনটেন্ট কি?

উঃ যেসব কনটেন্ট ডেটা, ব্যবহারকারীর পছন্দ এবং আচরণের ভিত্তিতে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে তাকে ডায়নামিক কন্টেন্ট বলা হয়। ডাইনামিক ওয়েবসাইটের কনটেন্ট অডিও, ভিডিও ছাড়াও বিভিন্ন ফরমেট এর হতে পারে।

📌 আরো পড়ুন 👇

ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কে আমাদের মতামত 

ডায়নামিক ওয়েবসাইটের নানাবিধ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধা রয়েছে। তবে ডিজাইন করার সময় এবং পরবর্তীতে সিকিউরিটি ফিচার যোগ করার সময় কিছু নির্দিষ্ট উপায় মেনে চললেই ডায়নামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে সেরা। আজকের আর্টিকেলে আমরা ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, জান আমি ওয়েবসাইট তৈরির নিয়ম এবং ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

 

Sharing Is Caring

Leave a Comment