বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহার অপরিসীম। ইন্টারনেট ব্যবহার করে অথচ ওয়েবপেজ কি তা সম্পর্কে জানে না, এমন মানুষ পাওয়া পাওয়া যাবে বলে আমার মনে হয় না।
কিন্তু প্রকৃতপক্ষে ওয়েবপেজ কি, ওয়েবপেজে কত প্রকার ও কি কি, ওয়েবপেজ কিভাবে তৈরি করতে হয়? এ সকল বিষয় সম্পর্কে অনেকেই জানে না। তাই আজকের আর্টিকেলে আমরা ওয়েবপেজের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করব।
ওয়েবপেজ কি
ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত ধারণা রেখেছেন কিন্তু ওয়েব পেজ সম্পর্কে জানেন না এটা হতে পারে না। ইন্টারনেটে বিদ্যমান প্রত্যেকটি পেজকেই ওয়েবপেজ বলা হয়ে থাকে। আরো সহজ ভাবে বলতে গেলে, ওয়েব পেজ হলো ইন্টারনেটে তথ্য উপস্থাপনের একটি ইউনিট। ওয়েবসাইট গুলোর একাধিক পেজের সমষ্টি হল ওয়েব পেজ। ওয়েব পেজে বিভিন্ন ফরম্যাটের ছবি এবং ভিডিও থাকতে পারে, অন্য ওয়েব পেজে যাওয়ার লিংক থাকে, বিভিন্ন ধরনের ফ্রন্ট, বিভিন্ন আকারের লেখা এখানে পাওয়া যায়। ওয়েব পেজের সবচেয়ে বড় সুবিধা হল এর মাধ্যমে সহজে সকল তথ্য প্রকাশ করা সম্ভব। অনলাইন শপিং, ব্যাংকিং ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যকলাপ ওয়েব পেজের মাধ্যমে করা হয়ে থাকে। এক কথায়, ওয়েব পেজ হলো ইন্টারনেটের একটি প্রশস্ত পৃষ্ঠা যেখানে একত্রে সকল ধরনের তথ্য খুঁজে পাওয়া সম্ভব।
লোকাল ওয়েব পেজ কি
স্থানীয়ভাবে সংরক্ষণ কৃত রয়েছে এমন ধরনের ওয়েব পেজ কে লোকাল ওয়েব পেজ বলা হয়ে থাকে। লোকাল ওয়েব পেজ ব্যবহার করতে চাইলে কোন প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। আমরা সবাই জানি, প্রত্যেকটি ওয়েবপেজ Hyper Text Markup Language এ তৈরি হয়ে থাকে। তবে ভালো একটি লোকাল ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল সম্পর্ক অবগত থাকতে হবে এবং এটি দিয়ে কোডিং করে লোকাল ওয়েব পেজ তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ:
আপনি আপনার নোটপ্যাড ওপেন করে যদি html কোড লিখে ফাইলটি সেভ করেন এবং ফাইল ফরম্যাট যদি html এর লোকাল পেজে পরিবর্তন করা হয় তাহলে আপনি আপনার নিজস্ব ব্রাউজার থেকে পেজটি দেখতে পারবেন।
ওয়েব পেজ কত প্রকার ও কি কি
ওয়েব পেজকে প্রধানত দুই টি ভাগে ভাগ করা হয়ে থাকে।
- স্টাটিক ওয়েব পেজ,
- ডাইনামিক ওয়েব পেজ।
১. স্টাটিক ওয়েব পেজ
স্টাটিক ওয়েবপেজ এ কোন ধরনের ডাটাবেজ সংযোগ থাকে না এবং এটি একবার পরিবর্তন করার জন্য নতুন করে আবার কোড লিখতে হয়। যেকোনো ধরনের ছোট ব্যবসায়ের জন্য স্ট্যাটিক ওয়েব পেজ সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে।
স্টাটিক ওয়েব পেজের সুবিধা গুলো:
- স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং খরচ কম লাগে,
- স্ট্যাটিক ওয়েব পেজ লোড হতে তুলনামূলক সময় কম লাগে।
স্টাটিক ওয়েবপেজ এর অসুবিধা গুলো হলো:
- ডায়নামিক ওয়েব পেজের তুলনায় স্টাটিক ওয়েব পেজ তুলনামূলক কম ইন্টারেক্টিভ,
- নতুন তথ্য যোগ করার জন্য প্রতিবার কোড এডিট করে নিতে হয়।
২. ডায়নামিক ওয়েব পেজ
ডায়নামিক ওয়েব পেজে ডাটাবেজ সংযোগ দেওয়া থাকে। ফলের ডাইনামিক ওয়েব পেজে সংগ্রহ সকল ধরনের কনটেন্ট আপডেট হতে পারে। বিভিন্ন বড় বড় ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটগুলো ডাইনামিক ওয়েব পেজ ব্যবহার করে থাকে। ডায়নামিক ওয়েব পেজ এর সুবিধা গুলো হল:
- কনটেন্ট সক্রিয়ভাবে আপডেট হয়ে যায়,
- ব্যবহারকারীর সাথে সহজেই ইন্টারেক্টিভ হয়ে যায়,
- বিভিন্ন ধরনের ডাটা একত্রে ব্যবহার করা যায়।
ডাইনামিক ওয়েব পেজের অসুবিধা গুলো হলো:
- স্টাটিক পেজের তুলনায় ডায়নামিক ওয়েব পেজ তৈরি করা তুলনামূলক কঠিন,
- ডায়নমিক ওয়েব পেজ লোড হতে তুলনামূলক সময় বেশি লাগে।
এ ছাড়া ওয়েব পেজের আরো কিছু প্রকারভেদ রয়েছে। সেগুলো হল:
- Single page application,
- Responsive web page,
- Html5 web page.
ওয়েব পেজ তৈরি করার নিয়ম
সকল ধরনের উন্মুক্ত ওয়েব পেজ এবং ওয়েবসাইটকে একসাথে World Wide Web (www) বা বিশ্বব্যাপি জাল নামে চেনা হয়ে থাকে। ওয়েব পেজের একটি নির্দিষ্ট ইউআরএল থাকে যাতে করে এটিকে ওয়েব পেজের ঠিকানা বা এড্রেস বলা হয়ে থাকে। যা ব্যবহার করে আপনি খুব দ্রুত একটি ওয়েব পেজে যেতে পারবেন।
ওয়েব পেজ তৈরি করবেন কিভাবে?
ওয়েব পেজ তৈরি করার প্রথম ধাপ হল HTML ডকুমেন্ট তৈরি করা। ওয়েব পেজের ভেতরে থাকতে পারে Image, Music Clip, Videos থাকতে পারে ,থাকতে পারে এনিমেশন, তথ্য ইত্যাদি। যদি এ স্ট্যাটিক ওয়েব পেজ পছন্দ করেন তাহলে মনে রাখতে হবে এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন থাকবে না। এটি সম্পূর্ণরূপে একটি ডকুমেন্ট ভিত্তিক সাইট হবে যেখানে শুধুমাত্র ইনফরমেশন যোগ করা হবে। অন্যদিকে আপনি যদি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে চান সে ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলতে চান তারা এখানে সাইন ইন করতে পারবেন। এছাড়া অনলাইন ভিত্তিক আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে ওয়েব পেজের রাজত্ব করতে পারবেন।
ওয়েব পেজের উদাহরন
ওয়েব পেজের উদাহরণ হিসেবে বলা যেতে পারে: ধরুন আমরা আজকে একটু আর্টিকেল পাবলিশ করলাম চিয়া সিড কি, চিয়া সিডের উপকারিতা গুলো কি কি? এটা আপনি পাবলিশ করার পর ইন্টারনেট ব্যবহার করে পড়তে পারছেন। যদি আপনি ব্যবহার করে এটি পড়তে পারেন তাহলে অবশ্যই এটি একটি ওয়েব পেজ। ওয়েবসাইটে এরকম অসংখ্য ওয়েব পেজ রয়েছে যেটা পুরুষ সুরক্ষা সরাসরি যেকোনো সময় অন্য ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন।
বাস্তবিকভাবে আপনি যদি কিছু লিখতে চান তাহলে আপনার কাগজ-কলমের দরকার হবে। কিন্তু আপনি যদি ইন্টারনেটে কোনো কিছু লিখতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ছবি, অডিও, ভিডিও ইত্যাদির। ইন্টারনেটে এসব ছবি, অডিও, ভিডিও যুক্ত করার জন্য যে পেজের প্রয়োজন হয় তাকে বলা হয় ওয়েব পেজ। আপনি চাইলেও ওয়েবপেজ ব্যতীত এসব ডকুমেন্টস অন্যান্য জায়গায় রাখতে পারেন। যেমন: মাইক্রোসফট ওয়ার্ড, নোটপেড ইত্যাদি। কিন্তু এগুলো ইন্টারনেটের পেজ না হওয়ায় এগুলোকে ওয়েবপেজ বলা যায় না। উদাহরণ স্বরূপ আরো বলা যায়:
আপনি যদি এখন ফেসবুকে ঢুকে থাকেন তাহলে ফেসবুক একটি ওয়েব পেজ। কারণ এটি ইন্টারনেটের সাথে সংযোজিত একটি পেজ।
FAQ
১)ওয়েব পেজের এলিমেন্ট কি?
উঃ ওয়েব পেজ হল XML এবং HTML-এ, একটি উপাদানে একটি ডেটা আইটেম বা পাঠ্যের একটি অংশ বা একটি চিত্র। এখানে সাধারণ উপাদানে কিছু বৈশিষ্ট্য থাকে যা সরাসরি খোলার ট্যাগ, বদ্ধ পাঠ্য বিষয়বস্তু এবং একটি সমাপ্তি ট্যাগ অন্তর্ভুক্ত করতে পারে।
২)ওয়েব পেজের উপাদান কি কি?
উঃ ওয়েব পেজের মধ্যে যা যা থাকে তা হল: প্রকাশনার তারিখ, কপিরাইট তথ্য, গোপনীয়তা নীতির লিঙ্ক, আইনি সমস্যা এবং ওয়েবপৃষ্ঠার ডিজাইনার, লেখক বা মালিকদের সম্পর্কে অন্যান্য তথ্য।
৩)ওয়েব পেজের এর এড্রেস কে কি বলে?
উঃ ওয়েব পেজ ওয়েবসাইটে ঠিকানা বা ইউআরএল নামে পরিচিত। কোন ওয়েবসাইট খুলতে যাওয়ার সময় এড্রেস বারে ওয়েবসাইটের এড্রেস বা ইউআরএল লিখে সার্চ করতে হয়। প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ অংশ হলো হোম পেজ।
📌 আরো পড়ুন 👇
ওয়েব পেজ সম্পর্কে আমাদের মতামত
ওয়েব পেজ সম্পর্কে আপনি যদি নতুন হন তাহলে আপনি আমাদের আর্টিকেল পড়ে জেনে নিতে পারেন ওয়েবপেজ কাকে বলে কত প্রকার ও কি কি। আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনি হয়তো ওয়েব পেজ এর সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন। ওয়েব পেজ সম্পর্কে যদি আপনার আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।