আপনি কি লুডু খেলায় এক্সপার্ট? কিংবা লুডু খেলতে খুব বেশি পছন্দ করে? অন্যদিকে বিভিন্ন স্থান থেকে শুনেছেন যে, “লুডু খেলে টাকা ইনকাম করা যায়।” তাই লুডু খেলে টাকা ইনকাম করার উপায় জানতে ইচ্ছুক? তাহলে আপনি একদম যথাযথ স্থানে এসেছেন। এই একটা আর্টিকেলই হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ, কেননা এখানে জানাবো এমন প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে লুডু খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনিও।
লুডু খেলে টাকা ইনকাম করা যায়
সত্যিই কি লুডু খেলে টাকা ইনকাম করা যায়? উত্তর খুব সহজ হ্যাঁ অবশ্যই যায়। শুধু বাংলাদেশের নয় পৃথিবীর বিভিন্ন দেশে লুডু খুব জনপ্রিয় একটি খেলা। এ খেলা খেলতে হয় চারজন মিলে। তবে চাইলে সর্বনিম্ন দুইজন এমনকি তিনজন একত্রিত হয়েও খেলতে পারে। লুডু খেলার প্রচলন ছিল কোড গুটিতে। তবে বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেটের সুবিধার্থে আপনার হাতে থাকে স্মার্টফোনটি থেকেই লুডু খেলতে পারবেন।
লুডু খেলে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় আছে তবে এই আর্টিকেলে বিশেষ এক পদ্ধতি সম্পর্কে জানাবো এবং একটি দারুন অ্যাপ সম্পর্কে জানাবো যেখান থেকে আপনি লুডু খেলার পার্টনার বাছাই এবং খেলা শেষে টাকা ইনকাম করার সুযোগ পাবেন।
আমি আপনাকে এইটুকু ensure করতে চাই যে, পুরো আর্টিকেলটি পড়ার পর আপনি অবশ্যই লুডু খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং এই বিষয়ে আরো বেশি সিরিয়াস হয়ে যাবেন।
লুডু খেলে টাকা ইনকাম করতে কি কি প্রয়োজন
লুডু খেলে টাকা ইনকাম করার উপায় জানার আগে লুডু খেলার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে জানা উচিৎ। এক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন তা হলো:
১) স্মার্টফোন
২) Ludo King এবং প্ল্যাটফর্ম অ্যাপ (অ্যাপ লিংক পরের ধাপে)
৩) ইন্টারনেট কানেকশন
৪) এন্ট্রি ফি (আপনার চাহিদা অনুযায়ী)
লুডু খেলে কত টাকা ইনকাম করা যায়
বিপর্যয় এসে অনেকেই জানতে চাবেন লুডু খেলে কত টাকা ইনকাম করা যায়! এটি আসলে নির্ভর করবে আপনার দক্ষতার উপর, একটি কেটে উল্লেখিত প্লাটফর্মে লুডু খেলে টাকা ইনকাম করতে যে এন্ট্রি ফি দেওয়া হয় তার থেকে দেখুন পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন প্রতি ম্যাচ বাবদ।
উদাহরণস্বরূপ আপনি যদি ১০০ টাকার একটি ম্যাচ খেলে থাকেন তবে ম্যাচ জেতার পরে ২০০ টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে প্রতিদিন যত বেশি ম্যাচ খেলতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া ম্যাচের এন্ট্রি ফি পরিবর্তনশীল।
আবার লুডু খেলার পাশাপাশি অ্যাপ রেফার করেও প্রতি রেফারে ৩০ টাকা করে ইনকাম করতে পারবেন। প্রতিদিন যদি দশটি করে রেফার করতে পারেন তবে ৩০০ টাকা, যা মাস শেষে এসে দাঁড়ায় ৯০০০ টাকায়।
লুডু খেলে টাকা ইনকাম করার উপায়
আচ্ছা কেমন হয় যদি এমন এক অ্যাপ এর সন্ধান আপনাকে দেয়া হয় যেখানে আপনি লুডু খেলে প্রকৃতপক্ষে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই টাকা বিকাশে উত্তোলনও করতে পারবেন?
ঠিক এমনই এক অ্যাপ হলো Game Play BD. অ্যাপটি যদিও আপনি প্লে স্টোরে খুজে পাবেন না, অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে চলে যেতে হবে প্ল্যাটফর্মের অসিফিয়াল ওয়েবসাইটে।
১ম ধাপ: একাউন্ট খোলা
লুডু খেলে টাকা ইনকাম করার অ্যাপ লিংক: [https://gameplaybd.com] এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যান এবং নিচের দেয়া ছবিতে নির্দেশনা দেয়া স্থানে থাকা Download অপশনটিতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
অ্যাপটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করা হয়ে গেলে সেটিকে ওপেন করুন। এই পর্যায়ে আপনি যেহেতু নতুন তাই “Create An Accounrt” অপশনে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন।
একাউন্ট খুলতে নিম্মে উল্লেখ্যিত ফরমটি পূরণ করতে হবে। ফরমে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন হয়ে গেলেই এখানে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন লুডু খেলার অপশন। তবে এখানে ক্লিক করার আগে কিছু কাজ করতে হবে। আর সেটি হলো এই অ্যাপে ডিপোজিট করা।
জী হ্যাঁ, এখানে মূলত আপনি ডিপোজিট করে সেই টাকা দিয়ে লুডু খেলায় এন্ট্রি করবেন। খেলায় জিতে গেলে প্রায় ডাবল টাকা জিতে যাবেন। ডিপোজিট / অ্যাড মানি করতে উপরের দিকে হাতের ডান পাশে টাকা ৳ চিহ্নে ক্লিক করুন।
২য় ধাপ: অ্যাপে Add Money করা
এবার আপনার ওয়ালেটে কত টাকা আছে সেটা দেখাবে। যেহেতু আপনি এখানে নতুন তাই আপনার এখানে ০০ টাকা দেখাবে। এখন টাকা অ্যাড করতে “Add Money” অপশনটিতে ক্লিক করুন।
এরপর কত টাকা এড করতে চাচ্ছেন সেই পরিমানটা দিয়ে Continue Payment অপশনে ক্লিক করুন।
এবার দেখতে পারছেন অনেক গুলো পেমেন্ট গেটওয়ে আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে Add Money করতে পারবেন।
উদাহরণসরূপ আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। এবার বিকাশ থেকে পেমেন্ট পাঠাতে এখানে নির্দেশনা দেয়া আছে। এখানে থাকা নাম্বারটি কপি করতে হবে। বিকাশ অ্যাপ কিংবা *২৪৭# ডায়াল করে Send Money করতে হবে। অতঃপর, ট্রানজেকশন আইডিটি এখানে এনে সাবমিট করতে হবে।
ট্রানজেকশন আইডিটি দেয়ার পর Confirm এ ক্লিক করলে ১ মিনিটের মধ্যে টাকা একাউন্টে এড হয়ে যাবে।
৩য় ধাপ: লুডু খেলার ম্যাচ বেছে নেয়া
এবার লুডু ম্যাচ খেলার পালা। ড্যাশবোর্ড থেকে Ludo Matches অপশনে ক্লিক করার পর অনেক গুলো ম্যাচের তথ্য পাবেন। এখানে আপনার যেটি পছন্দ সেটিতে Join অপশনে ক্লিক করতে হবে।
Join বাটনে ক্লিক করার পর খেলা সংক্রান্ত কিছু ডিটেইলস যেমন:
- Entry Fee কত টাকা
- Win Prize কত টাকা
- খেলা শুরুর সময়
- কোন লুডু অ্যাপ দিয়ে খেলা হবে
এই সকল তথ্য গুলো জানিয়ে দেয়া হবে। এবার আপনার নাম টাইপ করে Join বাটনে ক্লিক করুন।
এবার আপনি পূর্বের স্থানে ফিরে যাবেন। এবং আপনার ম্যাচ কখন শুরু হবে সে বিষয়ে আপডেট পাবেন। এটা বেশ কার্যকর হবে যখন আপনি একাধিক ম্যাচের জন্য এপ্লাই করে রাখবেন।
আপনার ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিট আগে আপনাকে নোটিফিকেশন, SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এবার অ্যাপে এসে Room ID কালেক্ট করে নিবেন।
Room ID অপশনে ক্লিক করার পর একটি কোড দিবে, এটা কপি করে রেখে দিন, কিছুক্ষন পর এটা প্রয়োজন হবে।
৪য় ধাপ: লুডু খেলার প্রতিযোগিতা
এবার আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে, যদি Ludo King অ্যাপটি ইন্সটল করা না থাকে তবে করে নিবেন। আমার করা আছে, তাই সরাসরি Ludo King অ্যাপে চলে যাচ্ছি।
Ludo King অ্যাপ ওপেন করে Play with Friend অপশনে ক্লিক করবেন।
এবার দুইটি অপশন দেখবেন Create এবং Join; সেখান থেকে Join অপশনে ক্লিক করবেন & Private Code হিসেবে Room ID দিয়ে দিবেন। অতঃপর, Join Room অপশনে ক্লিক করুন।
এবার আপনার পার্টনারের জয়েন্ট হওয়ার জন্য অপেক্ষা করুন। এখানে এডমিন আপনাদের খেলার ব্যবস্থা করে দিবে।
কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। এবং খেলার সম্পূর্ণ শেষ অব্দি খেলতে হবে। খেলা শেষ হয়ে গেলে যদি জিতে চান তবে নিচের দেয়া ছবির মত স্ক্রিনশট নিতে হবে। অবশ্যই স্ক্রিনশটটি নিবেন, নয়তো আপনি টাকা পাবেন না।
এবার পুনরায় অ্যাপে ফিরে আসবেন। এবং উপরে ডান পাশে কোণায় থাকা আপলোড অপশনটিতে ক্লিক করবেন। আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশট সাবমিট করবেন পাশাপাশি Room ID কত ছিলো তা দিয়ে দিবেন।
আপনার খেলা ও স্ক্রিনশটটি পর্যাবেক্ষন করে এডমিন আপনার একাউন্টে প্রাইজ মানি পাঠিয়ে দিবে।
৫য় ধাপ: টাকা উত্তোলন করার পদ্ধতি
এবার আপনার একাউন্টে থাকা টাকা কিভাবে উত্তোলন করবেন সে বিষয়ে জানাবো। এক্ষেত্রে চলে আসবেন Wallet অপশনে। আগের বার যেভাবে টাকা অ্যাড করেছিলেন এবার একই ভাবে উত্তোলন করবেন।
নিচের দেয়া ছবিটিতে লক্ষ্য করুন, এখানে থাকা Withdraw নামক অপশনটিতে ক্লিক করুন।
এবার কত টাকা উত্তোলন করতে চান সেই এমাউন্টটি দিয়ে দিন। উল্লেখ্য যে, এখান থেকে সর্বনিম্ম ১৫০ টাকা হলেই উত্তোলন করার সুযোগ পাবেন।
ব্যাস, এই ছিলো ওভারল ধারণা লুডু খেলে টাকা ইনকাম করার উপায় এর। তবে আরেকটা বোনাস টিপস শেয়ার করতে পারি, তা হলো এই অ্যাপটি রেফার করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।
এক্ষেত্রে প্রতি রেফারে ৩০ টাকা পাবেন, শর্ত হচ্ছে আপনি যাকে রেফার করবেন তাকে অ্যাপে এসে একাউন্ট করে একবার হলেও গেম খেলতে হবে। তাহলেই আপনি ৩০ টাকা বোনাস পেয়ে যাবেন। অন্যকে রেফার করতে একাউন্ট খোলার সময় আপনার রেফার কোডটি ব্যবহার করতে বলবেন।
📌 আরো পড়ুন 👇
- কোন গেম খেলে টাকা আয় করা যায়
- ক্রিকেট গেম খেলে টাকা আয় করার উপায়
- ঘরে বসে অনলাইনে ব্যবসার আইডিয়া
- অনলাইনে বইয়ের ব্যবসা করার উপায়
লুডু খেলে টাকা ইনকাম সম্পকে আমাদের মতামত
আশা করছি লুডু খেলে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জেনে আপনি উপকৃত হয়েছেন। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে যে এখানে আপনি জেতার পাশাপাশি হারতেও পারেন। তাই আপনি কিভাবে আপনার অর্থ পরিচালনা করবেন সেটা একান্ত আপনার বিষয়। লুডু খেলে টাকা ইনকাম করতে হলে এই খেলায় খুব দক্ষ হয়ে হয়, তাই আপনি যদি নিজেকে লুডু খেলায় এক্সপার্ট একজন খেলোয়াড় মনে করেন তাহলেই কেবল এই পথে হাঁটা উচিৎ।
এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।