নিশ কি? নিশ কেন এত গুরুত্বপূর্ণ? ১৫টি জনপ্রিয় ব্লগিং নিশ আইডিয়া

5/5 - (1 vote)

নিশ কি – নিশ হলো যে কোনো ধরণের কাজ শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা ব্লগ ওয়েবসাইট খোলার ক্ষেত্রে নিশ কি সেটা জানা অনেক বেশি প্রয়োজন। নিশ সম্পর্কে অনেকেই বিস্তারিত ভাবে জানতে চান। তাই আমাদের আজকের আর্টিকেলে নিশ কি ও নিশ কিভাবে কাজ করে, কিভাবে সেরা নিশ খুজে পাবেন ইত্যাদি সকল বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

নিশ কি

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

আপনি যদি ইউটিউব বা ব্লগিং বা হতে পারে যে কোনো সেক্টর। যেখানে আপনি কাজ শুরু করবেন। সেখানে আপনাকে নিশ বাছাই করতে হবে সবার আগে। নিশ সম্পর্কে সঠিক ভাবে জানা না থাকলে আপনি সফল হতে পারবেন না। যদি আপনার নিশ সম্পর্কে ভালো ভাবে ধারণা থাকে তাহলে ব্লগিং করার মাধ্যমে সহজেই সফলতা লাভ করতে পারবেন। শুধু ব্লগিং নয়, ভিডিও বানানোর ক্ষেত্রেও নিশ খুব‌ই গুরুত্বপূর্ণ।

তো প্রথমেই আমরা জেনে নেই নিশ কি? নিশ হলো অনেক গুলো সেক্টর এর মধ্য থেকে যে কোনো একটি সেক্টর কে বেছে নেয়া। আপনি কাজ শুরু করার জন্য অনেক গুলো বিষয় পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে নির্দিষ্ট একটা টপিক নির্বাচন করে, সেটা নিয়ে কাজ শুরু করা কে মূলত নিশ বলা হয়।

আরো সহজ ভাবে যদি বলি, ধরুন – আপনি একটি ব্লগ ওয়েবসাইট খুলবেন সেটা টেকনোলজি টপিক নিয়ে। সেখানে বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরি করবেন টেক নিয়ে। এখন আপনার এই টেকনলজি নিয়ে অনলাইনে ইতিমধ্যে কয়েক লাখ ওয়েবসাইট কাজ করে যাচ্ছে। আপনাকে কয়েক লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে ভিজিটর নিয়ে আসতে হবে। 

কিন্তু টেকনলজি এর মধ্যেও অনেক অনেক ছোট ছোট ভাগ আছে যেমন – মোবাইল ফোন, পিসি, প্রোগ্রামিং, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ইত্যাদি। আপনি যদি সেই টপিক গুলো নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনাকে কয়েক লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করতে হবে না। আপনি যত মাইক্রো নিস এর দিকে যাবেন আপনার কম্পিটটর সংখ্যা ততো বেশি কমতে শুরু করবে।

যখন আপনি আপনার নিশ সিলেক্ট করবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে নিশটি বাছাই করেছেন সেটার প্রতিযোগিতা কেমন আছে সেটা ভালো ভাবে চেক করে নেয়া। নিশ এর উপর প্রতিযোগিতা যত কম থাকবে আপনি ব্লগিং সেক্টরে ততো দ্রুত সময়ের মধ্যে সফল হতে পারবেন। এখন, এমন নির্দিষ্ট একটি টপিক বাছাই করে নিয়ে কাজ শুরু করাটা হলো নিশ। আশা করি নিশ কি সেটার একটা বিস্তারিত ধারণা আপনারা পেয়ে গেছেন।

নিশ কত প্রকার

যত ধরণের নিস রয়েছে সেগুলো কে প্রধানত আমরা ০২ টি ভাগে ভাগ করতে পারি। তবে যদি ভালো ভাবে নিস সম্পর্কে ধারণা দিতে হয় তবে নিস কে সাধারণত ০৩ টি ভাগে ভাগ করতে হবে। যেমন –

  1. ব্রড নিস
  2. মাইক্রো নিস
  3. নির্দিষ্ট নিস

১. ব্রড নিস কি

ব্রড নিস হলো নিশ এর প্রধান একটি ভাগ। এই সকল নিশ গুলোকে ছোট ছোট অনেক গুলো নিশে বিভক্ত করা যায়। অনেক গুলো ছোট ছোট নিশের সমন্বয়ে যে নিশ গঠিত হয় তাকেই সাধারণত ব্রড নিশ হিসেবে ধরা হয়।

আরো সহজ ভাবে যদি বলি – ধরুন, আপনার একটি নিশ হলো ইন্টারনেট রিলেটেড। এখন ইন্টারনেট টপিক এর উপর আরো অনেক ছোট ছোট টপিক আছে যেমন – ইন্টারনেট থেকে আয় করা, ইন্টারনেট টুলস ইত্যাদি ছোট ছোট টপিক গুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। 

মূলত আপনি যদি দীর্ঘ সময় ধরে কাজ করতে চান তাহলে আপনাকে ব্রড নিশ সিলেক্ট করে কাজ করতে হবে। কারণ এখানে প্রচুর পরিমানে বিভিন্ন ক্যাটাগেরিতে টপিক পাওয়া যায়। ব্রড নিস গুলোর মধ্যে অনেক গুলো মাইক্রো নিশের বিষয় থাকে। যেগুলো কে ও আবার ভাগ করে ছোট নিশ তৈরি করা যায়। যেমন – ব্রড নিশ> টেকনলজি> মোবাইল> মোবাইল টিপস> মোবাইল সফটওয়্যার এরকম ভাবেই ব্রড নিশ গুলো অনেক টপিকের মধ্যে হয়ে থাকে।

২. মাইক্রো নিশ কি

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

মাইক্রো নিশ হলো ব্রড নিশের সম্পূর্ণ বিপরীত। মাইক্রো নিশে যে কোনো টপিকের ছোট ছোট অংশ গুলো নিয়ে কাজ করে। ধরুন – আপনি আপনার ওয়েবসাইটে শুধু অনার্স এর সাজেসন দিচ্ছেন। কিন্তু ক্যাটাগেরি হলো এডুকেসন আর শিক্ষা ক্যাটাগেরির মধ্যে শুধু মাত্র ছোট একটা টপিকের উপর কাজ করা হলো মাইক্রো নিশ

৩. নির্দিষ্ট নিশ কি

এগুলো যে কোনো একটা টপিকের উপরে শুধু হয়ে থাকে। যে টপিকের হয় সেই টপিক ছাড়া অন্য কোনো বিষয় সেখানে থাকে না। উদাহরণ হিসেবে বলা যায় – কম্পিউটার। যেখানে শুধু মাত্র কম্পিউটার টপিকের উপর আর্টিকেল বা যাবতীয় তথ্য থাকবে। কিন্তু সেখানে মোবাইল বা অন্য যে কোনো কিছুর কোনো প্রকার তথ্য থাকবে না।

জনপ্রিয় ব্লগিং নিশ আইডিয়া

আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আপনাকে সবার আগে জানতে হবে কোন নিশের চাহিদা কি রকম হবে। চাহিদা ছাড়া কোনো নিশ নিয়ে কাজ করলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা একদম কম। তাই আপনাদের সুবিধার্থে নিচে সেরা ১৫ টি ব্লগিং নিশ আইডিয়া দিয়ে দিলাম –

  • টেকনলজি নিশ
  • শিক্ষা নিশ
  • স্বাস্থ্য সুরক্ষা নিশ
  • ভ্রমণ বিষয়ক নিশ
  • ফ্যাসন বা বিউটি টিপস নিশ
  • গ্যাজেট রিভিউ
  • অনলাইনে আয় নিশ
  • ব্যবসা বানিজ্য নিশ
  • সংবাদ ওয়েবসাইট
  • চাকরি বা ক্যারিয়ার নিশ
  • ব্যাংকিং বা ফিন্যান্স নিশ
  • বিজ্ঞান নিশ
  • ইতিহাস ও ঐতিহ্য নিশ
  • টিপস এন্ড ট্রিক্স নিশ
  • প্রশ্ন আন্সার ওয়েবসাইট বা মাল্টিনিশ

এসকল নিশ নিয়ে কাজ করে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন। নিম্নে জনপ্রিয় ব্লগিং নিশ আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো –

১. টেকনলজি নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

সেরা ব্লগিং নিশ নিয়ে কথা বললে প্রথমেই যে নিশের নামটি আসে সেটা হলো টেকনলজি। মূলত টেকনলজি একটা ব্রড নিশ। শুধু মাত্র টেকনলজি কে টার্গেট করে অনলাইনে হাজার হাজার মাইক্রো নিস রয়েছে। দিন দিন টেকনলজি নিশ এর জনপ্রিয়তা বাড়ছে। দীর্ঘ দিন ধরে কাজ করার ইচ্ছা থাকলে টেকনলজি নিয়ে কাজ করা সবচেয়ে ভালো হবে। 

তবে আপনি যদি ব্রড নিশ নিয়ে কাজ করতে না চান তাহলে এর মধ্যে থাকা মাইক্রো নিশ নিয়ে কাজ করতে পারেন। বিশেষ করে – কম্পিউটার, মোবাইল ইত্যাদি নিশ এর ব্যাপক চাহিদা রয়েছে।

২. শিক্ষা নিশ

ব্লগিং এর মধ্যে সবচেয়ে সেরা একটি নিশ হলো শিক্ষা নিশ। বিশেষ করে বর্তমান সময়ে প্রায় সকল শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে শিক্ষাগ্রহনের দিকে ঝুকেছে। বিভিন্ন ধরণের প্রশ্ন উত্তর, সাজেসন ইত্যাদি অনলাইনের মাধ্যমেই এখন সবচেয়ে বেশি খুজে।

শিক্ষার্থিরা এসাইনমেন্ট এর ক্ষেত্রে অনলাইনে গুগল সার্চ এর মাধ্যমে অনেক বেশি সাহায্য নেয়। শিক্ষা ক্ষেত্রের নিশ কখনো শেষ হবে না এটা নিয়ে আপনি নিশ্চিন্তে সারাজীবন কাজ করতে পারবেন।

৩. স্বাস্থ্য সুরক্ষা নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

আপনার যদি মেডিকেল বা মানুষের স্বাস্থ্য সুস্থতার বিভিন্ন টপিক কভার করতে পারেন তাহলে স্বাস্থ্য রিলেটেড নিশ সবচেয়ে ভালো হবে। যেখানে আপনি বিভিন্ন ধরণের উপকারিতা, মানুষিক স্বাস্থ্য, শারিরিক সুস্থতার বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করতে পারেন।

৪. ভ্রমণ বিষয়ক নিশ

ট্রাভেল করতে সবাই পছন্দ করে। মানুষ যখন অচেনা কোনো স্থানে ভ্রমনে বের হয় তখন গুগল এর মাধ্যমে সেখানে থাকা বিভিন্ন খুটি নাটি বিষয় সম্পর্কে জেনে নেয়। আপনি চাইলে বিভিন্ন দর্শনিয় স্থানের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারেন আপনার ব্লগে।

৫. ফ্যাসন বা বিউটি টিপস নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

ব্লগিং নিশের ক্ষেত্রে ফ্যাসন কে বেছে নিতে পারেন। কারন আপনি এখানে চাইলে পরবর্তী সময়ে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অনলাইনে ফ্যাসনের বিভিন্ন টিপস এর অনেক চাহিদা আছে।

বিশেষ করে অনলাইনে বেশিরভাগ মেয়ে বিভিন্ন ধরণের রুপচর্চা বিষয়াক জিনিস গুলো জানতে চায়। বিভিন্ন ধরণের বিউটি প্রোডাক্ট এর রিভিউ সেখানে দিতে পারবেন।  ট্রেন্ডিং বিভিন্ন ফ্যাসন তুলে ধরতে পারলে অনেক বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে।

৬. গ্যাজেট রিভিউ

এটি আপনি চাইলে টেকনলজির ব্রড নিশে করতে পারেন। তবে আপনি যদি শুধু একটি টপিক নিয়ে আগাতে চান তাহলে গ্যাজেট রিভিউ নিশ আপনার জন্য সবচেয়ে ভালো হবে। বিভিন্ন ধরণের গ্যাজেট এর রিভিউ আপনাকে লিখতে হবে।

আমরা যখন কোনো নতুন গ্যাজেট ক্রয় করতে চাই তখন অনলাইনে থেকে সেটার রিভিউ, দাম ইত্যাদি বিষয় গুলো জেনে নেই। বাংলাদেশে প্রচুর পরিমানে চাহিদা সম্পন্ন একটা নিশ হলো গ্যাজেট রিভিউ

৭. অনলাইনে আয় নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

বর্তমানে প্রায় সবাই অনলাইনে আয়ের দিকে ঝুকছে। অনলাইনে থেকে টাকা আয় করতে সবাই প্রায় মরিয়া। আপনি চাইলে ব্লগিং করতে পারেন অনলাইনে আয়ের উপরে। এখানে ফ্রিল্যান্সিং , মার্কেটপ্লেস ইত্যাদি টপিকের উপর অনেক কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন।

৮. ব্যবসা বানিজ্য নিশ

ব্যবসা অনেক জনপ্রিয় নিশ গুলোর মধ্যে একটি। ব্যবসা নিশের মধ্যে আপনি কিভাবে নতুন ব্যবসা শুরু করা যায়, কিভাবে ব্যবসা বাড়ানো যায়, বিভিন্ন ধরণের ব্যবসা আইডিয়া ইত্যাদি নিয়ে ব্লগিং করলে দ্রুত সফল হতে পারবেন। ব্যবসা সংক্রান্ত বিষয় গুলো সবসময়েই সার্চ হয়ে থাকে।

৯. সংবাদ ওয়েবসাইট নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

এই নিশে চাহিদা অনেক ও কন্টেন্ট এর অভাব হবে না কখনো। তবে নিউজ সাইট গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো র‍্যাংকিং। ইতিমধ্যেই যেহেতু অনেক বড় বড় নিউজ ওয়েবসাইট আছে তাই আপনাকে তাদের সাথে কম্পিটিসন করতে হবে।

তবে আপনি যদি সাংবাদিকতা বা নিউজ ফোরাম নিয়ে কাজ করতে চান তাহলে নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। নিউজ ওয়েবসাইটের সবচেয়ে বড় একটা সুবিধা হলো এখানে কিওয়ার্ড রিচার্স করতে হয় না।

১০. চাকরি বা ক্যারিয়ার নিশ

বিভিন্ন ধরণের চাকরির সার্কুলার আমরা অনলাইনের মাধ্যমে খুজে থাকি। চাকরি প্রত্যাশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ হয় জব সার্কুলারে। আপনি চাইলে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ আপনার ওয়েবসাইটে পাবলিস করতে পারেন। সেখানে ভিজিটর দের ধরে রাখতে বিভিন্ন ধরণের চাকরির পরিক্ষার প্রশ্ন সমাধান, পরিক্ষার ফলাফল ইত্যাদি নিয়ে সাজাতে পারেন।

১১. ব্যাংকিং বা ফিন্যান্স নিশ

সাধারণত অর্থ নিয়ে মানুষ সবচেয়ে বেশি সচেতন থাকে। তাদের কস্টার্জিত টাকা কোথায় কোন ব্যাংকে কিভাবে জমা রাখবে ইত্যাদি বিষয় গুলো বেশিরভাগ লোক অনলাইনে খুজে থাকে। বিভিন্ন ধরণের ব্যাংক লোন, স্টাডি লোন ইত্যাদি বিষয়ের উপরে আপনার আগ্রহ ও জ্ঞান থাকলে ব্যাংকিং বা ফিন্যান্স নিয়ে ব্লগিং শুরু করতে পারেন।

১২. বিজ্ঞান নিশ

বিজ্ঞান নিয়ে আপনি চাইলে ব্লগিং করতে পারেন। এখন পর্যন্ত বাংলা ভাষায় বিজ্ঞান ভিত্তিক বড় সাইটের পরিমান অনেক কম। আপনি যদি বাংলা ভাষায় বিজ্ঞান ভিত্তিক একটা ব্লগ খুলেন তবে আপনার কম্পিটটর থাকবে খুবই কম। 

এ ধরণের ব্লগ গুলোতে প্রচুর পরিমানে সার্চ হয়ে থাকে। বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকলে বিজ্ঞান ভিত্তিক একটা বাংলা ওয়েবসাইট চালু করতে পারেন।

১৩. ইতিহাস ও ঐতিহ্য নিশ

ইতিহাস নিয়ে মানুষের মনে আগ্রহ সবসময় ছিল ও থাকবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নিশগুলোর মধ্যে অন্যতম হলো ইতিহাস ও ঐতিহ্য নিস। আপনার যদি ইতিহাস নিয়ে ভালো ধারণা থাকে  তাহলে এটা নিয়ে ব্লগিং করতে পারেন। প্রচুর পরিমানে ইতিহাস থাকায় আপনার টপিকের অভাব কখনো পোহাতে হবে না।

১৪. টিপস এন্ড ট্রিক্স নিশ

নিশ কি, নিশ কেন গুরুত্বপূর্ণ, নিশ আইডিয়া,

দৈনন্দিন জীবনে আমরা নানান ধরণের কাজ করে থাকি। কাজ গুলো কে সহজ ভাবে করার জন্য আমরা উপায় খুজে থাকি। যেমন ধরুন – AI এর মাধ্যমে এখন মানুষ চাইলে কোডিং ও করতে পারে এটাও একটা টিপস।

এরকম বিভিন্ন টুলস, সফটওয়্যার, মোবাইল ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরণের টিপস মানুষের মাঝে শেয়ার করতে পারেন। এসব টিপস গুলো অনলাইনে বেশ জনপ্রিয়।

১৫. প্রশ্ন আন্সার ওয়েবসাইট বা মাল্টিনিশ

আপনি যদি কিছু গুগলে খুজে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি – Bissoy, Qoura এর মত ওয়েবসাইটের সাথে পরিচিত। আসলে এখানে কোনো নিশ কে মেইন্টেন করা হয় না। বিভিন্ন ব্রড নিশ বা প্রায় সব ধরণের নিশ নিয়ে এসব ওয়েবসাইট কাজ করে।

এখানে একদল ভিজিটর বিভিন্ন ধরণের প্রশ্ন করবে আরেকদল ভিজিটর সেখানে উত্তর প্রদান করবে। তাহলে আপনাকে নিজে থেকে কন্টেন্ট পাবলিস করতেও হবে না। যারাই পোষ্ট করবে তারাই আবার অন্যদের উত্তর দিয়ে দিবে। এ ধরণের সাইট গুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয়।

উপরের নিশ গুলো ছাড়াও আপনি চাইলে নিচের আরো কয়েকটি নিশ আছে সেগুলো নিয়ে ব্লগিং শুরু করতে পারেন –

  • ইসলামিক নিশ
  • ফটোগ্রাফি
  • প্রানি পালন
  • কৃষি কাজ
  • লাইফস্টাইল
  • মোটিভেসন
  • পণ্যের দাম
  • ইন্টারভিউ
  • সফটওয়্যার রিভিউ
  • গেমস রিভিউ
  • ভিসা ও বিদেশ যাওয়া সংক্রান্ত
  • সরকারি তথ্য সেবা সংক্রান্ত
  • গুনি ব্যাক্তিদের সাক্ষাতকার

নিশ কেন গুরুত্বপূর্ন

নিশ এর গুরুত্ব ইতিমধ্যেই হয়ত আপনারা আচ করতে পেরেছেন। তবে আপনাদের সুবিধার্থে নিশ বাছাই করে নেয়া গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত আলোচনা করবো। ব্লগিং এর ক্ষেত্রে সফল হওয়ার জন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। যার মধ্যে অন্যতম হলো – কিওয়ার্ড আর কম্পিটটর

যদি আপনি এমন কোনো নিশ বাছাই করেন যার কম্পিটটর অনেক বেশি তবে সেসব নিশ নিয়ে সফল হতে আপনাকে প্রচুর পরিমানে পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কারণ এখানে শুধু আর্টিকেল  লিখে পোষ্ট করা টাই মূল বিষয় নয়, আপনাকে কম্পিটটর কে পিছনে ফেলে আপনার কন্টেন্ট কে সবার প্রথমে র‍্যাংকিং করাতে হবে।

আবার আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি যে নিশ কে বাছাই করেছেন সেখানে কিওয়ার্ড কেমন আছে। যদি আপনি এমন একটা মাইক্রো নিশ সিলেক্ট করেন যেখানে মাত্র ৫০-৬০ টা টপিকের বেশি নেই সেখানে আপনি ভালো কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না।

নিশ বাছাই করার পূর্বে আপনাকে বেশ কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। যেগুলো আমি নিচে আপনাদের দিলাম –

Best niche selection এর জন্য কয়টি বিষয় ফলো করতে হবে

সবচেয়ে ভালো নিস সিলেক্ট করার জন্য আপনারা কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখবেন – 

কিওয়ার্ডঃ আপনি যে নিশ সিলেক্ট করবেন সেটার উপরে পর্যাপ্ত পরিমানে কিওয়ার্ড পাওয়া যাবে কি না সেটা খেয়াল রাখতে হবে।

কম্পিটিটরঃ আপনার বাছাই করা নিশের উপর মোট কতটি সাইট গুগল র‍্যাংকিং এর সবার প্রথমে আছে। তারা কত বছর ধরে কাজ করে যাচ্ছে। তাদের থেকে ভালো মানের কন্টেন্ট আপনি দিতে পারবেন কি না।

কন্টেন্ট তৈরি দক্ষতাঃ আপনি নিশ বাছাই করার সময় খেয়াল রাখবেন আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেটার উপরে নিশ চয়েজ করার। তবে আপনি যদি অন্যদের মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তাহলে যে কোনো বিষয়ের উপর নিশ সিলেক্ট করতে পারেন।

উপরের বিষয় গুলো একদম মেইন বিষয় যেগুলোর উপরে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সবশেষে দেখতে পারেন কোন নিশের উপর সিপিএম কেমন আছে , ইনকাম কেমন হয় বিজ্ঞাপন থেকে ইত্যাদি। তবে গুরুত্বপূর্ণ বিষয় গুলো মাথায় রেখে সঠিক ভাবে নিশ চিহ্নিত করতে পারলে দ্রুত সফল হতে পারবেন।

নিশ সম্পর্কে আমাদের মতামত 

নিশ কি আর্টিকেলে আমরা নিশ সম্পর্কে বিস্তারিত ধারণা দিলাম। আশা করি নিশ সম্পর্কে আপনারা A To Z বিস্তারিত ভাবে সহজ ভাষায় জানতে পেরেছেন। 

নিশ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ

Sharing Is Caring

Leave a Comment